সৈয়দ শামসুল হক
সৈয়দ শামসুল হক : পিতা : সৈয়দ সিদ্দিক হুসাইন। জন্মস্থান : কুড়িগ্রাম। বর্তমান ঠিকানা : বাড়ি # ৮, সড়ক # ৬, গুলশান # ১, ঢাকা-১২১২।
শিক্ষা : মাধ্যমিক (বিজ্ঞান) : ঢাকা কলেজিয়েট স্কুল (১৯৫০); উচ্চ মাধ্যমিক (মানবিক): জগন্নাথ কলেজ, ঢাকা (১৯৫২); স্নাতক সম্মান (ইংরেজি) : ঢাকা বিশ্ববিদ্যালয় (১৯৫৬)।
পেশা : সাংবাদিকতা ও লেখালেখি। বিবিসি বাংলা বিভাগের প্রযোজক (১৯৭২-১৯৭৮)।
প্রকাশিত গ্রন্থ : প্রবন্ধ : হৃৎ কলমের টানে (১ম খন্ড ১৯৯১, ২য় খন্ড ১৯৯৫)।
ছোটগল্প : তাস (১৯৫৪); শীত বিকেল (১৯৫৯); রক্তগোলাপ (১৯৬৪); আরন্দের মৃত্যু (১৯৬৭); প্রাচীন বংশের নিঃস্ব সন্তান (১৯৮২); সৈয়দ শামসুল হকের প্রেমের গল্প (১৯৯০); জলেশ্বরীর গল্পগুলো (১৯৯০); শ্রেষ্ঠ গল্প (১৯৯০)।
উপন্যাস : এক মহিলার ছবি (১৯৫৯); অনুপম দিন (১৯৬২); সীমানা ছাড়িয়ে (১৯৬৪); নীল দংশন (১৯৮১); স্মৃতিমেধ (১৯৮৬); মৃগয়ায় কালক্ষেপ (১৯৮৬); স্তব্ধতার অনুবাদ (১৯৮৭); এক যুবকের ছায়াপথ (১৯৮৭); স্বপ্ন সংক্রান্ত (১৯৮৯); বৃষ্টি ও বিদ্রোহীগণ (১ম খন্ড ১৯৮৯, ২য় খন্ড ১৯৯০); বারো দিনের শিশু (১৯৮৯); বনবালা কিছু টাকা ধার নিয়েছিল (১৯৮৯); ত্রাহি (১৯৮৯); তুমি সেই তরবারী (১৯৮৯); কয়েকটি মানুষের সোনালী যৌবন (১৯৮৯); শ্রেষ্ঠ উপন্যাস (১৯৯০); নির্বাসিতা (১৯৯০); নিষিদ্ধ লোবান (১৯৯০); খেলা রাম খেলে যা (১৯৯১); মেঘ ও মেশিন (১৯৯১); ইহা মানুষ (১৯৯১); মহাশূন্যে পরাণ মাষ্টার; দ্বিতীয় দিনের কাহিনী; বালিকার চন্দ্রযান; আয়না বিবির পালা; কালঘর্ম; দূরত্ব; না যেয়ো না; অন্য এক আলিঙ্গন; এক মুঠো জন্মভূমি; বুকঝিম ভালোবাসা; অচেনা; আলোর জন্য; রাজার সুন্দরী।
কবিতা : একদা এক রাজ্যে (১৯৬১); বিরতিহীন উৎসব (১৯৬৯); বৈশাখে রচিত পংক্তিমালা (১৯৭০); প্রতিধ্বনিগণ (১৯৭৩); অপর পুরুষ (১৯৭৮); পরাণের গহীন ভিতর (১৯৮০); নিজস্ব বিষয় (১৯৮২); রজ্জুপথে চলেছি (১৯৮৮); বেজান শহরের জন্য কোরাস (১৯৮৯); এক আশ্চর্য সংগমের স্মৃতি (১৯৮৯); অগ্নি ও জলের কবিতা (১৯৮৯); কাননে কাননে তোমারই সন্ধানে (১৯৯০); আমি জন্মগ্রহণ করিনি (১৯৯০); তোরাপের ভাই (১৯৯০); শ্রেষ্ঠ কবিতা (১৯৯০); রাজনৈতিক কবিতা (১৯৯১); নাভিমূলে ভস্মাধার; কবিতা সংগ্রহ; প্রেমের কবিতা। কাব্যনাট্য : পায়ের আওয়াজ পাওয়া যায় (১৯৭৬); গণনায়ক (১৯৭৬); নুরুলদীনের সারা জীবন (১৯৮২); এখানে এখন (১৯৮৮); কাব্যনাট্য সমগ্র (১৯৯১); ঈর্ষা। কথা কাব্য : অন্তর্গত।
অনুবাদ : ম্যাকবেথ; টেম্পেস্ট; শ্রাবণ রাজা (১৯৬৯)। শিশুসাহিত্য : সীমান্তের সিংহাসন (১৯৮৮); আনু বড় হয়; হড়সনের বন্দুক।
অন্যান্য : শ্রেষ্ঠ গল্প; শ্রেষ্ঠ উপন্যাস; শ্রেষ্ঠ কবিতা; মুখ (১৯৯১)।
পুরস্কার : বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার (১৯৬৬); আদমজী সাহিত্য পুরস্কার (১৯৬৯); অলক্ত স্বর্ণপদক (১৯৮২); আলাওল সাহিত্য পুরস্কার (১৯৮৩); কবিতালাপ পুরস্কার (১৯৮৩); লেখিকা সংঘ সাহিত্য পদক (১৯৮৩); একুশে পদক (১৯৮৪); জেবুন্নেসা-মাহবুবউল্লাহ স্বর্ণপদক (১৯৮৫); পদাবলী কবিতা পুরস্কার (১৯৮৭); নাসিরউদ্দিন স্বর্ণপদক (১৯৯০); টেনাশিনাস পদক (১৯৯০); জাতীয় চলচ্চিত্র পুরস্কার, চিত্রনাট্য, সংলাপ ও গীতিকার।
তথ্যসূত্র : বাংলা একাডেমী লেখক অভিধান, প্রধান সম্পাদক : সৈয়দ মোহাম্মদ শাহেদ, প্রকাশকাল : সেপ্টেম্বর, ২০০৮