হাইকু: গানের মিছিল
১.
টিনের বাঁশি
কাঁটার ঘুঙুর
তালের দুপুর
২.
বুলেট বারুদ
তামাটে বুক
ছিঁড়ুক ফাঁড়ুক
৩.
গোঁয়ার সূচক
বাড়ছে খাড়া
সাম্য ! হটে দাঁড়া …
৪.
দেয়ালে পিঠ
উপড়ানো চোখ
ঝলসানো জিভ
৫.
কারফিউ
পরিত্যক্ত কার্তুজ
ফুটন্ত পাপড়ি
৬.
গানে ঠোঁট কাটা
লাল ফোঁটা
জলন্ত রাজপথ
৭.
আকাশ জলে চিল
ঘাই মারে
গানের মিছিল …
হাইকু : গানের মিছিল / শৈবাল
প্রতুল মুখোপাধ্যায়ের প্রিয় একটি গান ,
[ উত্সর্গ : শ্রদ্ধেয় নন্দিতা ম্যাডামকে ( নন্দিতা ভট্টচার্য ) ]
… কমেন্টস বক্স থেকে : হাইকু শব্দটা প্রথম দেখি অনেক পুরনো সাহিত্য প্রত্রিকায় সিকানদার আবু জাফর সম্পাদিত “সমকাল ” এর ৮ম বর্ষ সংখ্যা [কবিতা সংখ্যা ।। ১৩৭১ – ৭২ ]
সেখানে সৈয়দ আলী আহসানের , সাক্ষর কবিতাটি দেখি একটা তারকা চিহ্ন দিয়ে কোড করা , আর নিচে লিখা হাইকু ।
ওখান থেকে একটা বলি
” রাত্রি । শব্দহীন সময়
জানালায় তুমি
সূর্যের অপেক্ষায় ” [ সৈ . আলী . আহসান ]
তারপর হাইকুর ভূতে পেলো আমায় উইকি ,গুগুললে ,পয়েম হান্টার আরো কিছু সাইটে ঘুরেছি ।
যতটুকু শিখেছি হাইকু জাপানী ছন্দ , জাপনে প্রচলীত কবিতাগুলোর একটা নাম হলো waka , এর আবার দুধরণ thank ছোট কবিতা , choka বড় কবিতা ।আর হাইকু হচ্ছে খুব ছোটের মধ্যে Masaoka Shiki এইভাবে নিয়ে আসেন হাইকুকে ।
তারপর ইংরেজিতে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠে অনুবাদগুলো এরপর ইংরেজিতেই শুরু , 17 syllables এ 3 Lines
DAG HAMMARSKJOLD এর দেওয়া সঙ্গাটাও একটা হাইকু
Seventeen syllables
Opened the door
To memory So meaning
মানে তিন পঙক্তিতে ১৭ সিলেবল ,
ভেঙে দেখাই
se /ven / teen / sy / le/ bles =6
o /pened / the / door =4
to / me / mo /ry /so/ me/ning =7
মোটে ৬+৪+ ৭ , ৩লাইনে ১৭ সিলেবল ।
জাপনীতে সিলেবল যেমন MORME পুরোপুরি এক নয় ,
তেমনি বাংলায় সিলেবলের অর্থ দাঁড়ায় মাত্রা , তাতেই ঝামেলা কোনটা অক্ষর বৃত্ত , স্বর বৃত্ত না , মাত্রা বৃত্ত ।
উপরের সৈ আলী আহসানের যেটা লিখেছি ওটা স্বর বৃত্তে , আমার শৈলীতে একটা পোস্ট ছিলো ঐ হাইকুগুলো স্বরবৃত্তে
যেমন ,
ঘোর লাগা কবি
পেনসিলে দাঁত
কুমারীর কটি রক্তপাত
মজার ব্যাপার শুনেছি কবিগুরু রবীন্দ্র নাথ ঠাকুর তাঁর
জাপান যাত্রী ভ্রমন কাহিনীতে মাত্সুয়ো বাশুর দুটো হাইকু অনুবাদ করেন । তাহলে তিনিই হচ্ছেন বাংলা হাইকুর জনক ,
অনুবাদগুলোর একটি
পুরোনো পুকুর
ব্যাঙের লাফ
জলের শব্দ [ রবীন্দ্র নাথের অনুবাদ ]
তখন মাত্রবৃত্তের ঝোঁক ছিলো ।
এখন যার লিখছেন তাঁরা বেশিভাগ অক্ষরবৃত্তে লিখছেন , আমার গানের মিছিল অক্ষরবৃত্তে লিখা , সহজ হিসেব ৩লাইনে ১৭ অক্ষর [মাত্রা ] । এরপর আছে on এবং kigo র ব্যাপার ওটা অরেকদিন বলি , টাইপিং এখনো স্লো আমি , অল্প লিখতেই আলসেমী পায় ।
এই হাইকুটা অনেকদিন পরে লিখলাম , আর এর জন্য একজনের নাম তুলতে হয় শ্রদ্ধার সাথে নন্দিতা ভট্টাচার্য , নন্দিতা ম্যাডামের অদ্ভুত সুন্দর হাইকুগুলো দেখে আবার পুরোনো ভূতটা খেপলো ।
ফেসবুকে উনার হাইকুগুলো বেশ মন দিয়ে পড়ি ।আর মিলানোর চেষ্টা করি , ম্যাডাম মাঝে মাঝে বলেন viva ! অপূর্ব , কখনো বলেন ভালো হচ্ছে … হুম হাইকু লিখতে আমার বেশ
লাগে যখন ভাষাশুন্য থাকি তখন অন্তত চিৎকার তো করা যায় ভাষাবিজ্ঞনীদের মতে চিৎকারও ভাষা বৈ কি ! শুধু কয়েকটি শব্দ , কিছু রং বা ফুল ফল , প্রাণী কিংবা টুকিটাকি জিনিস পত্তর দিয়ে অনেকটা দৃশ্য আঁকার মতো
… মজা করেই লিখি , খুব সহজেই ক্ষোভ দেখানো যায় …
চিৎকার করতে তো আর বেশি শব্দ উচ্চারণ করতে হয় না ,১৭/১৮ টা
অক্ষর হলেই ঢের ।]
11 Responses to হাইকু: গানের মিছিল
You must be logged in to post a comment Login