ছবিটি আরিফের ব্লগ থেকে সংগৃহীত

 আজিজুল

একটি মানবিক আবেদন

একটি মানবিক আবেদন
Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

আজ লিখছি কোন সাহিত্য নয়। আমার আজকের লিখা আমাদেরই সহশিল্পী আরিফের মা’কে বাচানোর আকুল আকুতি নিয়ে আমি এসেছি। গত কয়দিন আগে একজন সহশিল্পী লিখেছিলান- আমাদের জাত খারাপ-আমরা আমাদের টেনে নামাই। আমি মনে প্রানে তা বিশ্বাস করিনা।

আমি মনে করি, প্রথম আলো’র সম্পাদক মতিউর রহমান মৌলবাদ দুষ্ট ও ভন্ড ব্যাক্তি যে কিনা সহশিল্পী আরিফকে এমন এক কার্টুন আকার জন্যে বের করে দিয়েছিলো- যাই কার্টুন মাদ্রাসার এক ছেলে অনেক বছর আগেই জামাতি এক লিটল ম্যাগাজিনে কৌতুক আকারে প্রকাশ করেছিলো।

সে যাহোক, আজ কালের পরিক্রমায় হতবিহবল আরিফ তার আদরের মা এর চিকিতসার জন্যে অর্থ সাহায্য চাইছে। আমি জানি- আমি বিশ্বাস করি এ টাকা উঠাতে বাংলাদেশী যে যেখানেই আছেন- সহায়তা করতে এগিয়ে আসবেন।

আরিফের লেখা লিঙ্কঃ http://cartoonist.amarblog.com/posts/116439

পেপাল ডোনেশন আপডেট
:::অক্টোবর ০৮:::
অাসাদ আব্দুল্লাহ: ২০ কানাডিয়ান ডলার
মু: মামুন, কানাডা: ৩০ কানাডিয়ান ডলার
নাম প্রকাশে অনিচ্ছুক, কানাডা: ২০ কানাডিয়ান ডলার
মামদো ভূত, কানাডা: ২০ কানাডিয়ান ডলার
:::অক্টোবর ০৯:::
নাম প্রকাশে অনিচ্ছুক, আমেরিকা: ৩০ কানাডিয়ান ডলার
নাম প্রকাশে অনিচ্ছুক, ইউকে: ২০ কানাডিয়ান ডলার
নাম প্রকাশে অনিচ্ছুক, আমেরিকা: ১৫ কানাডিয়ান ডলার
নাম প্রকাশে অনিচ্ছুক, আমেরিকা: ১০ কানাডিয়ান ডলার
নাম প্রকাশে অনিচ্ছুক, কানাডা: ১৫ কানাডিয়ান ডলার
:::অক্টোবর ১১:::
সুব্রত নন্দি, কানাডা: ৫০ কানাডিয়ান ডলার
:::অক্টোবর ১২:::
সুজুরান, আমেরিকা: ১২০ কানাডিয়ান ডলার
আবুহানিফ ভুইয়া, ১০ কানাডিয়ান ডলার
:::অক্টোবর ১৬:::
নাম প্রকাশে অনিচ্ছুক, ৫০ কানাডিয়ান ডলার
রাশেদুল আনয়ার, ২০ কানাডিয়ান ডলার
:::অক্টোবর ১৭:::
ডেভিড বিশ্বাস, ৫০ কানাডিয়ান ডলার
:::অক্টোবর ১৮:::
শাহনুর হাবিব, ২০ কানাডিয়ান ডলার
আনিকা মাহমুদ, ৫০ কানাডিয়ান ডলার

————————–
পেপাল =৫৬৫ কানাডিয়ান ডলার
এছাড়া, আলবাটা’ ইউনিভাসি’টি থেকে: ১৫০ কানাডিয়ান ডলার
মোট: ৭১৫ কানাডিয়ান ডলার (আনুমানিক: ৪৯,৩৭৪ টাকা)

এছাড়াও অন্য মারফতে জমাকত টাকার আপডেট জানতে এখানে ক্লিক করুন

—————————————————————

আমরা আশার আলো দেখি-বাচার সপ্ন দেখি

ছবিটি আরিফের ব্লগ থেকে সংগৃহীত

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


9 Responses to একটি মানবিক আবেদন

You must be logged in to post a comment Login