চারুমান্নান

এবং সেই তুমি !

Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

এবং সেই তুমি !

তুমি কখনও বুঝতে চাওনি, আমার সত্তাকে ;
সর্বপরি পরিশালিত বোধের প্রজ্জ্বলিত বিভাসকে তুমি আঁধারে ছুঁরে দিলে অবলিলায়ায়
যেখানে তোমার অস্তিত্ব বৈশয়িক দর্পে আন্দোলিত করতো ।

হটাত পুকুরের বদ্ধজলে,
তার ঢেউ’য়ের প্রসারিত স্তরগুলো নির্দিষ্ট সিমানায় আশ্রয় পেল !
বদ্ধ জলে নানা দিকের প্রলম্বিত হাওয়ার স্পর্শে ফিরে যায়, ফিরে আসে,
হাওয়ার খেলার চানচঞ্চল্য ; আমি আর ফিরতে পারলাম কই ?
তোমার সত্তা এখন বৈশায়িক কবিতার শরীর আমার,
আর তোমার অবযব এখন পুকুরের বদ্ধ জল !
শুধু জলছবির প্রতারনা ;
স্বপ্নেরা লুটে নেয় তোমার নি:স্বার শরীর খুঁজে পায় আশ্রয়
অচেতন স্বপ্ন সুধা তোমার সব সত্তাকে নেশায় ডুবে রাখে ;
ভুলে যাও ভালবাসার কলঙ্ককে
যে কলঙ্ক তোমার জন্মবোধী !
বুকের খাঁজে চিন চিনে ব্যথায় যানান দেয় দিবা-নিশি ;
আমার সবটুকু অস্তিত্ব জুড়ে তোমার আশ্রয় ! এবং সেই তুমি !
____________________
২০ অগ্রহায়ণ ১৪১৭ হেমন্তকাল !

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


4 Responses to এবং সেই তুমি !

You must be logged in to post a comment Login