শৈবাল

কথোপকথন :এপিঠ ওপিঠ

Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

এপিঠ :
এক প্রস্রবণের পত্তন হয়েছিল
সেই কবে জঠর কন্দরে
কিন্তু একটাদেহ দৈঘ্যও অতিক্রম হলো না পুরো জীবন ধরে ।

ওপিঠ :
বুঝেছি হৃদপিণ্ডের কথা বলছো তো
সে তো সেচ করছে শেষ কোষ পর্যন্ত ।

এপিঠ:
যে গোলাপী পাখি জন্ম থেকে পাখসাটলো
কালছে হলো তবুও খাঁচায় পড়ে রইল ।

ওপিঠ:
ফুসফুস ! সে তো লোহিত সৈনিকদের
বুকে হাঁফ দিয়ে যাচ্ছে নব জীবনের ।

এপিঠ:
এইযে মানুষের শুধু জন্ম মরণ
মাঝে ব্রাউনিয়ন গতির কি কারণ ?

ওপিঠ :
ঈশ্বর ; যিনি সৃষ্টি করেন
তিনি তো পালন করছেন ।

এপিঠ:
ঈশ্বর ? আমি তো বিশ্বাস করি না ।

ওপিঠ:
আমি করি তার মহত্ত্বের বর্ণনা

এপিঠ:
বেশ নিরন্তন ভালো থেকো , ধন্যবাদ !

ওপিঠ:
ঈশ্বর তোমার মঙ্গল করুন , ধন্যবাদ !

[কথোপকথন :এপিঠ ওপিঠ ;ধন্যবাদ …শৈবাল ]

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


10 Responses to কথোপকথন :এপিঠ ওপিঠ

You must be logged in to post a comment Login