চারুমান্নান

পথের হাওয়ায় কষ্ট ঘুরে!

Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

পথের হাওয়ায় কষ্ট ঘুরে!

<!–

Picture

–>

নৈশব্দের পথ যখন একলা শীর্ণ প্রাণ।
মারিয়ে যাওয়া পথে তবু সে একা।
বুক দিয়েছে পেতে,বলে পথ
:আমাকে গ্রহন কর সমূলে। আমি নিঃস্ব বর।

আমি যন্ত্রণার আকড়,বলে পথ
:আমাকে মুছে ফেল। কালের পাতা হতে।

ঐ যুগোল আমাকে মাড়িয়ে গেল দর্পে
ধুলার স্নানে নগ্ন ছাপে মরন,বলে পথ
:আমাকে গ্রহন করে লীলাবতী ভুমি।আকাশ প্রাণে সহমরন।

রাতের আঁধারে নগ্নিকা শরীর মৈথুন
আমাকে ছুঁয়ে রাতযাপন,বলে পথ
:রতি শীৎকার ধুলিকোণা লেহনে।স্বপ্নভোগে একা একা।

পথের হাওয়ায় কষ্ট ঘুরে
আমাকে জড়িয়ে বাঁচে,বলে পথ
:আমি যে সুবর্ণ আশ্রয়।কবির বাউল আখড়া।

১৪১৭@২১ চৈত্য,বসন্তকাল

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


2 Responses to পথের হাওয়ায় কষ্ট ঘুরে!

You must be logged in to post a comment Login