শব্দেরা বোবা হয়ে গেলে
শব্দেরা বোবা হয়ে গেলে খোঁজ করি সুবোধ্য ইশারাভাষার, পকেটের দীনতা বুঝেই তুমি মঞ্চে আসো না আর; কতশত শ্রম পণ্ড হয় সব। দয়ার দুয়ার বন্ধ দেখে হারাই রাতকানা হাতের আদব, মহাজাগতিক সুরে ভোর হলে ঘোলের স্বাদ দুধে মেটায় আশা, নাকি দুধের স্বাদ ঘোলের তরলে ভাসা; একাত্মপাঠ নিতে বুঁদ হলে নড়ে ওঠে মনের বাড়ি, বাঙ্ময় পৃথিবীর তাবৎ ভাষা ভুলে প্রকৃতিমাত্রার যাত্রা আহামরি : অনুভূতির ভাষা নেই কোনো—আকার নেই—অনুভবই ভাষাবর্ণের প্রশ্রয়; আকার আকার খেলায় পুতুলের বিয়ে নিয়ে মাতেন মহাশয়। অথচ ধ্যানমগ্নতায় সব নিরাকার, অথবা বলতে পারো— মুহূর্তমন্থনে তুমি আমি ধনেজ্ঞানে অবশ্যই একাকার। তবু কেন আকাশে খোঁজ করি সুবোধ্য ইশারাভাষার?






সেরা বাংলা ব্লগ পুরস্কার পেলো -শৈলী














2 Responses to শব্দেরা বোবা হয়ে গেলে
You must be logged in to post a comment Login