জসিম উদ্দিন জয়

কোটি অতন্ত্র প্রহরী

কোটি অতন্ত্র প্রহরী
Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

কোটি অতন্ত্র প্রহরী

— জসিম উদ্দিন জয় —

৭৫ মানে পৃথিবীর কলংকিত এক স্বদেশ,
যার বুকে জন্মেছিলো একটি বাংলাদেশ।
কালো নীল নকশা আর গভীর ষড়যন্ত্র,
বিধ্বস্ত করেছিলো, বাংলাদেশ তার গণতন্ত্র।

১৫ আগষ্ট অন্ধকারে ছেয়ে যাওয়া একটি দিন,
পৃথিবীর মাথানত, শোধাবো কি করে তার ঋন।
পরাজিত হিংস্রতায় বুনেছিলো ষড়যন্ত্র যত মিথ্যা,
মুজিব তোমার স্বপরিবারে করেছিলো তারা হত্যা।
হত্যা করেছিলো ছোট্ট অবুঝ দুধের শিশু মানব,
পাশন্ড, নিষ্ঠুর, বর্বর, কতটা জগন্ন, হিংস্র দানব।
মুজিব আমার বিশ্বাস মুজিব আমার দেশ,
যার জন্ম না হলো, হতো না, একটি বাংলাদেশ।

সেই পুরোনো শুকুন আবার ২১ আগষ্ট  ২০০৪
জনকের কন্যাকে করতে চেয়েছিলো ছারখার
বর্বর গ্রেনেড হামলায় রক্তাক্ত করেছে স্বদেশ,
রেখেছে আল্লাহ, শেখ হাসিনা ও বাংলাদেশ।

তোমার কন্যা গড়ছে বাংলাদেশ যা ছিলো তোমার স্বপ্ন,
আজ বিশ্বের কাছে জননেত্রী ১৬ কোটি মানুষের রত্ম ।
যতই আসুক ঝড়তুফান আর শত্রুদের সতন্ত্র কু-ফরী,
ভয় নেই পিতা আমারা আছি ১৬ কোটি অতন্ত্র প্রহরী ।

 

Crore of Awake Guards

  • Jashim Uddin Joy –

75 means a spotted homeland of world

On whose chest of Bangladesh was born

Black preplan and deep conspiracy

Destroyed Bangladesh and democracy

 

15 August a day covered with darkness

Head of world is down, is his contribution repaid ?

In defeated ferocity all false conspiracy was sowed

They killed you, Mujib with your family

They killed the little innocent, human child

They were cruel, barbarous, ferocious, ferocious demons

Mujib is my belief, Mujib is my country

If he was not, Bangladesh was not established

 

That ancient vulture again on 21 August 2004

Wanted to demolish the daughter of father

They made homeland bloody on barbarous grenade attack

Allah saved Sheikh Hasina and Bangladesh

 

You daughter is developing Bangladesh that was your dream

Today to the world, public leader is jewel of 16 crore people

Let cyclones and conspiracy of enemies come

No fear, father, we are 16 crore awake guards.

 

—-  Translate by Kazi Mohiuddin shourov,

Lecturer, Pollobi Degree College

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


You must be logged in to post a comment Login