তুমি নারী
তুমি মায়াবিনী তুমি নারী,
তোমায় নিয়ে লিখতে পারি এক পৃথিবী ।
পৃথিবীর আছে মাতাল হাওয়া আর বৈরী বাতাস
আমার আছে এক মায়াবিনী দেবী,
তোমায় নিয়ে লিখবো আমি এক পৃথিবী
শতসংগ্রাম শেষে তুমি বিশ্বজয়ী নারী
অনিন্দ্র সুন্দর তুমি বলতে পারি,
তোমায় নিয়ে লিখবো আমি এক পৃথিবী ।
আমি আর অন্য কেউ . .

আমি আমাকে ভালোবেসেছি,
আমি বুঝেছি, না বুঝেও হেসেছি।
মৃদু হাসি ছিলো বুঝি মুখে,
সহ¯্র ব্যথার অজানা সুখে।
শতাব্দীর আধারে একটি প্রদীপ
মরিচিকায় মিলিয়ে গেছে,
যার সলতে ফুড়িঁয়ে গেছে।
অনেক আগেই ,
আমি শুনেছি, আত্মার ভেতর
সমুদ্রের গর্জন,
গর্জে উঠা প্রাচীন পিপাসায়
নিষ্পাপ ভালোবাসাটি