বখতিয়ার শামীম

অচেনা পথিক।

Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

অচেনা পথিক।

আগন্তুক পথিক আমি,
নদীর স্রোতের মতোই বাঁধা চলে আমার জীবন
যেখানে মানুষ হাওয়ায় ভাসতে এসে কুড়ে নিয়ে যায় আমার পরে থাকা অসংখ্য মুক্ত গুলো
আমার দু-পাশে অনেক চোরাবালি চুপি-চুপি বাসা বেঁধে করে বসবাস
ওরা প্রতিদিন সহবাস করে মানুষের আলিঙ্গনে, সারা দেয় আমার ঢেউ কেও
আমি হেসে খেলে ঢুকে পড়ি তার অন্ধকার বুকের গভীরে, যেখানে নেই কোন সারা শব্দ…

ওখানে আমি পৌঁছলে ফিরিয়ে নিতে আসবেনা কেউ!
যেখানে আমার সময়ের দেবতারা হামাগুড়ি দিয়ে হারিয়ে যায়
সীমানার অবাস্তবের কোন এক অন্ধকারের দিকে কেউ ডাকলে, যেখানে কখনো পাবে না কোন সাড়া,
নিশ্চুপ আঁধারের তলায় পৌছে যায় ভূবনের সমস্ত স্মৃতি
ওখানে যুদ্ধ নাই, মারা মারি নাই, আর নাই কোন কাটা কাটির মতো উচ্ছৃঙ্খল পরিবেশ।

আমার আলোক প্রভায় জড়াজড়ি করে আকাশের জাজ্বল্যমান
সু-বিশাল খন্ডকায় স্থির উজ্জীবিত দেবতা, যে একাধারে কোটি কোটি যুগ পুত জেগে আছে
পৃথিবীর সৌন্দর্য্য বিলিয়ে দিয়ে তার আত্মপ্রত্যয় নিজম্ব ভঙ্গিমায়
আমি প্রবাহিত হই নদীর মধ্য দিয়ে স্রোতের মধ্য দিয়ে অচেনা অজানা হাজারো বছরের উপমা নিয়ে
আমি রথ হই ফারাওদের প্রাচীন রথের মতো বইতে থাকি
জানা আর অজানার মধ্যদিয়ে পার হতে থাকে আমার পরিক্রমা।

সেখানে আমার বিশ্বাসে শরীক হয় হার না মানা ঐসব হাজারো পথিকের দল
যারা আজীবন হাটতে থাকে সীমানা ছাড়িয়ে হাজারো সীমানা পেড়িয়ে
যেখানে থামবার মতো দাড়ি দিতে পারেনি কেউ
আমি পথপরিক্রমায় হাটতে থাকি সারাদিন সারারাত
এমন কী বছরের পর বছর ধরে জলের দিকে তাকিয়ে থাকি স্থির দৃষ্টিতে
আমার শীতলতা এখনো দুরত্বের দুয়ারে দাড়িয়ে সাধুবাদ জানায়
শিশির ছিটায় ভোরের প্রশমিত সকাল শীত কী বসন্তে সে যে একই রুপ বহন করে তার কৃতি।

আমার বিচরণকে পুজি করে যুগ পুত ধরে লক্ষ্যাধিক মানুষ
জীবন ধারনের জন্য ওরা আমার বুকেই চালায় ভাসমান বহন
আমার পেছনে পড়ে থাকে হাজারো ক্রোশ পথ
আমি কখন কোন পথের টানে ভেসে যাই যানে না কেউ
ভাসতে ভাসতে কোথায় গিয়ে পৌঁছবে আমার উপমা গুলো কে যানে?
আমার শরীর তুফান আর নোনা জল দিয়ে বাধা পড়ে
এরই মধ্যে উড়ে আমার স্বপ্ন আর দু-স্বপ্নের উন্মুক্ত সব লাল নীল আর রঙ্গীন সকল প্রজাপতি।

আমার চোখের জল দিয়েই ফুটেছে সমারকান্দের গোলাপ
চন্দ্রাকৃতি পরশ দিয়ে এনেছি শীতলতা
যেখানে অগ্রাহ্য হয়েছে কিছুটা রবির কিরণ আমি ফুপিয়ে উঠি
ধীরে ধীরে নতুন দিনের আলোয় আর স্রোতের টানে ভাসতে থাকি একই রুপ
ঐ অতীতের পথ ধরে মধ্য দুপুরে অথবা অন্ধকারে রাত্রির মাঝে
যার মাঝে আমি পেয়ে যাই অদ্ভুত সকল সৃষ্টির সন্ধান
কালে কালে যারা এভাবেই বয়ে গেছে পথিক সেজে কী জলে কী ভূমিতে
আগন্তুক পথিক আমি, আমার আত্মপরিচয়ের পথে হয়তোবা কেউ নাগালের বাহিরে।

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


You must be logged in to post a comment Login