আবার কিছু ফালতু ছবি-১
ছবি গুলি দেখে কিন্তু মনে করবেন না যে এগুলি আমার তোলা বা কোন কারুকাজ করা। ওয়েব জগতে হাটা হাটি করতে গিয়ে কিছু ছবি দেখে সবাইকে নিয়ে দেখার লোভ সামলাতে পারলাম না। তাই ভাবলাম সবাইকে নিয়েই দেখি। মোট ৩৩টা ছবি পেয়েছি। এগুলি সবই পর্যায়ক্রমিকভাবে দেয়ার ইচ্ছা রইল।
নিচে দেখুনঃ
১) দামী এবং সুন্দর, মাত্র এক সিটের রোলস রয়েস গাড়ি। কোন সন্দেহ আছে কি?
২) এখানে দেখছেন বিশ্বের দামি একটি হোটেল, নাম আর্ক হোটেল। তবে এটা কোথায় তা কিন্তু আমি জানি না এবং এই হোটেলে আমি কখনো থাকিনি।
৩) জাপানের কোবে শহরে বাতি উত্সব।
৪) আর কিছু পায়নি বলে এই সেঞ্চুরী পাতায় মোনালিসার ছবি একেছেন না কি ভাবে কি করেছে আমার জানা নেই।
৫) দুনিয়ায় এত কিছু থাকতে কেন যে আপেল খেয়ে এই সুন্দর মানচিত্র একেছে কে জানে!
৬) এই পাহাড়ি জনপদে কারা বাস করে জানেন কেউ?তারা কি ভাবে যাতায়াত করে নাকি দিন রাত ঘরেই বসে থাকে? নাকি সবার একটা করে হেলিকপ্টার আছে?
৭) সে হেলিকপ্টার গুলি কি এমনি করে আকাশে গুতা গুতি করে?
৮) এটা ট্রাক নাকি ট্রেন?
৯) আচ্ছা বলুন তো পর্দার ওপাশ থেকে কেউ যদি এমনি করে ভালবাসতে আসে তাহলে কেমন হবে?
১০) এমন হলে কেমন হয়?
সংগ্রহঃ ওয়েব সাইট।
















সেরা বাংলা ব্লগ পুরস্কার পেলো -শৈলী














11 Responses to আবার কিছু ফালতু ছবি-১
You must be logged in to post a comment Login