অবিবেচক দেবনাথ

এমন বন্ধুত্ব চাই

Decrease Font Size Increase Font Size Text Size Print This Page
জীবনের বেলাভূমির অন্তঃসমীকরণে বসি
হিসেব মিলাই পিথ্যাগোরাসের সূত্র ধরে
কিংবা নিউটনের মহাকর্ষের সূত্র নিয়ে
ভাষ্করাচার্য্যের জ্যোতিবিদ্যার সূত্রও রেখেছি
সব তত্ত্বধারায় রাসায়নিক সমীক্ষা টানি, পেয়েছি এক অন্তঃমিলন শিক্ষা
যে শিক্ষার ভাববস্তু হল টান।
এই টান পরস্পরের যোজন-বিয়োজনে কিংবা ইন্টিগ্রেশন-ডিফারেনশিয়েশনে প্রমানিত
ফলাফল তার ২৮৪ ও ২২০ এর উৎপাদকসমূহের যোগফলের সমতুল্য।


অন্তরের দৃঢ়তার দিকে পল্লব কুঁড়ি চাহে
কিংবা চাহে আকাশের তাঁরাদের মিলনাত্নক রশ্মির দিকে।
বন্ধুত্ব তেমন হওয়া চাই
যার বন্ধুত্ব মিলবে দৃঢ়তায় কিংবা কামনাশূন্য ভাববোধতায়
এমন বন্ধুর দুয়ারে আমি করাঘাত করতে রাজী অনন্তকাল
কেননা, তার মধ্যে যোগ-বিয়োগ কিংবা গুন-ভাগের কোন প্রভেদ নেই
আর তার ফলাফল ভগ্নাংশের শতভাগ নিশ্চিত।

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


4 Responses to এমন বন্ধুত্ব চাই

You must be logged in to post a comment Login