মামুন ম. আজিজ

সমাগত ঈদ

Decrease Font Size Increase Font Size Text Size Print This Page


মামুন ম. আজিজ

খুশির লবডঙ্কা বাজে, পরিমিত নয় বরং বেসুরো বড্ড
অনেক অপেক্ষা আর বাসনার পরিমন্ডল ঘেরা আনন্দ
দিন ঐ ঈদ সমাগত দুয়ারের কিনারে, চৌকাঠে টঙ্কার।

চিরন্তন , ক্রমাগত অবিচল আনন্দ মহা উৎসব ঈদ
তবুও মানুষের মনগুলো সেই মতে আর সুললিত নয়
চারপাশে , কাছে , নিকটে এবং ভেতরে বড্ড বিসদৃশ্য।

তবুও অপেক্ষা আর পালনের অমোঘ সাধ সাথে স্মৃতি,
স্মৃতি কখনও পুনরাবৃত্তি হবার সুযোগ নেই আজ আর,
ঈদ ঘিরে প্রাণহীতকর কৌশল বিঘ্রাট আর  প্রাপ্তির জট।

নরক ছায়া এই শহরে মৃত্যুপ্রতীক্ষারত নির্বোধ পতঙ্গ
রূপী মানব মানবী হুরমুর হুরমুর করে ছুটে এসে উঠেছে
আর আজ ভাঙা, কাদা, গর্ত খন্দ নষ্ট রাস্তায় পা মেলে
ছুটছে তো ছূটছেই নীড়ের টানে, নীড়ের স্মৃতির সন্ধানে।

কারন ঈদ সমাগত, কারন স্মৃতিতে নির্ভেজাল সুখ প্রহর,
সেই প্রহরে এক নির্ভেজাল ঈদের আনন্দ সরোবরে ডুব
বাসনা আটকাতে পারেনা রাষ্ট্রীয় সব পরিবহন উদাসীনতা।

কিন্তু বাতাসে ইথার আর ইথারে জমাট লাশের স্মৃতি
প্রতিটি প্রাণে স্মৃতিভান্ডার , সেখানে ভরপুর দূর্নীতি
অন্তহীন সমস্যা সূতোর গুটির প্যাচে বসবাস আমাদের।

ঈদ সমাগত, প্রাণে স্মৃতির ইতিহাস পুরাতন কত কত
নিরবে সবাই সুখ খুঁজে ফেরে ঐ একদিন একটু একটু
কিন্তু সুখ একদিনের কোন বস্তু নয়, সে ক্রমাগতের।
যেমন আজ আমরা জড়িয়ে গেছি ক্রমাগত অশান্তির চক্রে
যেখানে ঈদ সমাগত হয় আর নতুন নতুন অশান্তি পথ খুঁজে
পায় মিছে সুখ আমদানীর জন্য খুলে দেয়া প্রহসন দুয়ারে।

৩০-৮-২০১১

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


5 Responses to সমাগত ঈদ

You must be logged in to post a comment Login