চারুমান্নান

‍তোমাকে পাওয়া আর হলনা

তোমাকে পাওয়া আর হলনা যে দিন আমার বাম কাঁধের উপর বসতে বসতে একটি প্রজাপতি উড়ে গেল, সেই ‍দিন থেকেই বুঝেছি ‍তোমাকে পাওয়া আর হলনা। পারলে না সোনাতন বাঁধন ছিরে প্রজাপতি ডানায় উড়তে, আজও জানা হয়নি? কি দ্বিধা?কি সংশয়? কই বলনিতো তোমার স্বপ্ন? অসময় চোখের ‍জলে কি বুঝবো বল; এতো অর্থ বৈভব তবে কেন চোখের জল? […]

 চারুমান্নান

এই শহরে বেড়ে উঠা

এই শহরে বেড়ে উঠা কালের সাথে ‍এই শহরে বেড়ে উঠা, উঠছে বেড়ে প্রতি ক্ষণে কষ্ট নামের ছত্রাক, উঠছে বেড়ে জীবন উঠছে জেগে ভ্রুন, নষ্ট কালের এই নষ্ট শহরে উঠছে বেড়ে হামাগুড়ি দিয়ে ফুটপাতের ঐ শিশু, কুঁই কুঁই আওয়াজে নেড়ি কুকুর উঠছে বেড়ে ময়লার ভাগারে, ফুটপাতে শুয়ে শুয়ে পঙ্গু শিশু হাত পেতে পেতে উঠছে বেড়ে, বাড়ছে […]

 চারুমান্নান

খুঁজে ফিরে পথিক

খুঁজে ফিরে পথিক সমুদ্রের সফিন ফেনায় ‍উত্তাল ঢেউ’য়ের গর্জন যখন কেয়া পাতা বাঁসি বাজায় ঢলে পরা চাঁদের ছুটে চলা মেঘের আলো আঁধা‍রীতে ভাবনার ঢেউ গুনে গুনে ক্লান্ত পথিক ক্লান্ত শুভ্র সমুদ্রচিল কেয়া বনের একটু উঞ্চতায় নীলকাশের স্বপ্ন বুনে আলো আঁধারীর বর্ণীল খেলায় ঢেউ মাতে পথ ভুলে যায় নাবিক তার কালের চিহূ আকাঁ মন বেদিতে অর্পিত […]

 চারুমান্নান

চাইতে পারি না শঙ্খচিলের মত

চাইতে পারি না শঙ্খচিলের মত মরূভূমির বালুকায় যখন ঢলে পরা সূর্য্যের বিদায় আলোতে চকচক স্বর্ণকণার মত ঝিকিমিকি আলোর খেলা মরূঝড়ের উদাসিনতায়, পথিক পথ ভুলে যায় কালের পাহাড়ে বালুর চর জুমে উঠে লুপ্তপ্রায় বাসনার সব রাস্তা ঢেকে যায়; ঐ সুদূরে বিরহী শঙ্খচিল, একা একা ডানা মেলে দিয়েছে আকাশা আঙ্গিনায় উর ঘড় নাই, চেনা পথ নেই, শুধু […]

 চারুমান্নান

কালের বিবর্ণ ছাপচিত্র!

‍কালের বিবর্ণ ছাপচিত্র! কোন সে পথের শেষে? আসবে আসবে শ্রাবণ রাত কোন সে দিগন্তে ভেসে? নামবে কুয়াশার ঢল কত বিলাপ শেষে? কবিতার চিৎকার ভাসে কোন সে মহাকালের বিরান মরুভূমি? কবিতার ছাপ আঁকে যদি আসে শ্রাবণ রাত,রিক্ত করে জল ঢেলে আমায় সিক্ত করে, ঠোঁট কাঁপে,কাঁঠালচাঁপার গন্ধ শুঁকে আমুদি জলের ‍ফোটায় তৃঞ্চা বাড়ে কামুকি না’য়ের মাঝি চুঁয়ে […]

 চারুমান্নান

মাধুকুরীর যত চাওয়া

মাধুকুরীর যত চাওয়া তাকে ফিরে পেতে দাঁড়িয়ে ছিলাম জানলার হাওয়ায়, বাতাস তার কথা বইবে একা একা ফড়িং ডানায় রঙ্গিন স্বপ্ন ছুঁইয়ে যাবে সাঁঝ বেলায়। স্বপ্নভুক মেঘ ‍সেজে, আকাশ জমিন ছুঁয়ে যেতে আসবে সে নুপুর পায়ে ঝরনা গানে নৈঃশব্দের মহুয়া বনে নেশার চাদরে চুপি চুপি, মাতাল বুনে নিবে সাথে মাধুকুরীর যত চাওয়া সব নিব লুটে তার […]

 চারুমান্নান

তার পথের জন্য আমার এ পথ চাওয়া।

তার পথের জন্য আমার এ পথ চাওয়া। জানি আমি, যার যার পথ তার নিজের সেই পথে প্রবেশ অধিকার নেই কারো, অথচ সেই পথেই আমার সারথি নঙড় যদি প্রবেশাধিকার পাই সেই উম্মুক্ত অপেক্ষা! সমুদ্রের মত উদার হয় না মানুষ’তার মন তাই তার পথ শুধু একান্তই তারই এই পথেই চলা জন্মবধি একই দলে আমিও; আমার সত্তা চন্দ্রবিন্দুর […]

 চারুমান্নান

কখন যে ভুলেছি বোশেখের চাঁদ!

কখন যে ভুলেছি বোশেখের চাঁদ! কবে থেকে আর চাঁদ দেখা হয়ে উঠে না ছাপিয়ে যাওয়া নির্মল বোশেখের জ্যোস্না, অথচ ভালোবাসার নির্মহ বিলাসী অবয়ব ছিল ঐ চাঁদ যাকে আশ্রয় করে বীজ বুনা চন্দ্রবিন্দুর চিবুক ছুঁয়ে ‍এক সাহসি বাক্য কখন যে বেড়িয়ে ছিল মুখ দিয়ে, আর আমি হয়ে উঠি সুলতানের পেশীবহু‍ল কৃষক রাতভর জমি চাষ, বুনেছি বীজ […]

 চারুমান্নান

যেন হাওয়ার চিত্র,আমার চাওয়ার পথ

যেন হাওয়ার চিত্র,আমার চাওয়ার পথ যেন হাওয়ার চিত্র,আমার চাওয়ার পথ আমার ঘরটায় আলো প্রবেশ করে না, ইট পাথরের উর্দ্ধমুখী ভোতা দালানগুলো আলো বাতাস করছে : গ্রাস আমার ঘরটা এমন দালান পাঁজার ভিতরে তাই আলো বাতাস তার রাস্তার খেই হারিয়ে ফেলে সময় গাত্রে নিত্য যোগ হয় আমার প্রীতি ক্ষণ এই ধার করা কালের শরীর জড়ানো : […]

 চারুমান্নান

‍‍সোহাগী নদীর কান্না,

সোহাগী নদীর কান্না, সোহাগী নদীর কান্না, শীর্ণবুকে বইছে তির তির করে ঝরণার মত জল বুকচিরে উঠেছে জেগে ধু’ধু বালুচর বাউরি বাতাসের এখন নির্মল আবাস কথক নৃত্তে হেলেদুলে বেড়ে উঠেছে সবুজ আগাছার দল তারই ফাঁকে দল বেঁধে উড়ছে জংলা কবুতরের ঝাঁক দলছুট ফিঙের উড়াউরি মরা ডালে বসে মাছরাঙা স্বচ্ছ জলে খুঁজছে ‍ছোট মাছ এমন বোশেখে চৌচির […]

 চারুমান্নান

মাগো তোমার দুধের স্বাদ ভুলেছি

মাগো তোমার দুধের স্বাদ ভুলেছি মাগো তোমার দুধের স্বাদ ভুলেছি ভুলেছি তোমার ঘুমপারানি গান ভুলেছি তোমার স্বপ্ন দেখানো চাঁদ ভুলেছি তোমার গালে আদরের সুখ ভুলেছি তোমার বুকে জড়ানো মায়া; কত স্বপ্ন ছিল তোমার? আলোয় ভূবন ভরানো,চাঁদের টুকরোগুলো তোমার তোমার নেই কোন আবদার? শুধু হাত তুলে চেয়েছো,সর্বদা মঙ্গল প্রতি ক্ষণে সন্তানের কতটুকু দিতে পেরেছি তোমায়? তোমার […]

 চারুমান্নান

তন্দ্রায়ভাঙ্গা স্বপ্নঘোর!

তন্দ্রায়ভাঙ্গা স্বপ্নঘোর! সবুজ বন, পলাশ দল পরে আছে মেঠো পথে ঘন আচ্ছাদন যেন সবুজ বিহঙ্গ এই পথেই হাটছি আমি;গভীর সুনশান পথ অনেক টা হরর থ্রিলার যেন যেখানে এত সুন্দর মন ভরানো পত্রপল্লব সেখানে এত ভয় কেন? নাকি আমি মানুষ তাই? নাকি দুর্বল চিত্তের হূদপিন্ড আমার? পথ চলার থ্রিলার ‍নিয়ে প্রবেশ মুখে আঁধার ‍নেমে এল যেন […]