ছড়া

 চারুমান্নান

ফিরে যায় হেমন্ত !

ফিরে যায় হেমন্ত ! :rose: :rose: ডাক ‍দিয়ে যায়, ‍হেমন্তের শিশির ভিজেয়ে সবুজ ঘাস ! আসছে আমার, বন্ধু শী‍‍ত হিমেল চাদর গায় । ভ্রমর উড়ে, গুনগুনিয়ে শিমের বেগুনী ফুলে ! রঙ্গিন ফড়িং, হাওয়ায় কাঁপে লাউ ফুলের সাদা দলে । —–__————– ১৪১৭@২৪ অগ্রহায়ণ,হেমন্তকাল ।

 চারুমান্নান

ফিরে যায় হেমন্ত !

ফিরে যায় হেমন্ত ! ডাক ‍দিয়ে যায়, ‍হেমন্তের শিশির ভিজেয়ে সবুজ ঘাস ! আসছে আমার, বন্ধু শী‍‍ত হিমেল চাদর গায় । ভ্রমর উড়ে, গুনগুনিয়ে শিমের বেগুনী ফুলে ! রঙ্গিন ফড়িং, হাওয়ায় কাঁপে লাউ ফুলের সাদা দলে । —–__————– ১৪১৭@২৪ অগ্রহায়ণ,হেমন্তকাল ।