চারুমান্নান

রাত ফুরাবার পালা।

রাত ফুরাবার পালা। হাজার বছর ধরে আমার পথ চলা, আমার চেনা পথের ধারে অচেনা পথ; বোধ হয়, আমার অচেনা পথেই, তোমার নিত্য চলার পথ,তাইতো পাই না? পথে খুঁজে তোমায়, পা’বাড়িযে গিয়েছো দুরে; পথ চেয়ে চেয়ে পথ হাটা, আমারই পথে। অশ্বথ জুড়ি টানছে আমায় লাল বট ফল ধুলায় করছে গরাগরি, গন্ধ ছিল মৃদুমন্দ গাইছে ‍হাওয়া গান […]