জ্বলে অপরাজেয়
গিলোটিন আমাদের থামাতে পারেনি গ্যাস চেম্বারে আমরা মরিনি জার্মান বোমায় ভয় পাইনি তালিবানকে তোয়াক্কা করিনি আমরাই বাস্তিল ভেঙ্গেছি বার্লিন ওয়াল আমরাই গুড়িয়েছি দেখিয়েছি তিয়েনআনমেনের দানবীয় ট্র্যাঙ্ককে বৃদ্ধাঙ্গুলি আমরাই ছিলাম ল্যাটিন আমেরিকার জঙ্গলে চের সাথী দক্ষিণ আফ্রিকার আনাচে-কানাচে ম্যন্ডেলার সহযোগী আর ঢাকায় রুমি,বদি,জুয়েলের ক্র্যাক সহযোদ্ধা আমরাই ওয়াল স্ট্রীটে তাবু গড়ি আমরা তকসিমে স্লোগান দেই তাহরীর স্কয়ার […]