অথচ ঐ চাওয়াটা আমার
অথচ ঐ চাওয়াটা আমার <!– –> আমি জানি, তুমি বইবে না আমার একটুখানি চাওয়া নষ্ট,বিপন্ন,ক্ষত,এই শব্দটার শুধু কবিতায় আশ্রয় অবহেলা নিংড়ানো জ্বলজ্বলে মাংসপিন্ড ঐ বেহাগের বিষবর্ষনে আপদমস্তকে ভিজে রই। চৈত্রের রোদে পুড়ে, পরেছি যখন চৌচির মৃত্তিকা বসন মুছে যায় আমার সব চেনা পথ, যে পথে হেঁটে ছিল সে!আমার জন্মাবধি; সোদা মৃত্তিকা গন্ধ আমার শরীর জুড়ে […]