চারুমান্নান

আমার ঘরের আঁধার ফুরায় না

আমার ঘরের আঁধার ফুরায় না সন্ধ্যা প্রদীপ জ্বেলে দেখলুম আমার ঘরের আঁধার ফুরায় না সন্ধ্যা তারার অপেক্ষায় এককালে ডুবে গেল সেও, চাঁদের ক্ষয়ে যাওয়া প্রমাদ চলছে বলে আজ চাঁদের উঠতে দেরী হচ্ছে বোদ হয়, তাই আমার ঘরের আঁধার বাড়তে থাকে এক সময় আমার ঘরের খিড়কি দিয়ে আঁধার আলো ছিটকে পড়তো, এখন সেই আঁধার আলো আর […]