আহমেদ মাহির

আকুতি !

Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

এক মহাকাল পেরিয়ে মরিচিকা স্বপ্নমালারা
অবিরত তুলির স্পর্শে আঁকে কোনো অন্য ভুবনের
শব্দমালা ; আলোকবর্ষের পথ পেরিয়ে সে
অশ্রুধারার পথ শুকিয়ে যায় কোনো খরস্রোতার মতই ;
শতাব্দীর ওই মহিমা কী অবলীলায় হারিয়ে যায় !
এ ক্ষনিকের চপলতা , সদা গোপনে লুকোনো এ ভালোবাসা ,
ব্যাকুল হৃদয়ের তুচ্ছ শব্দমালাও হারিয়ে যাবে , জানি ;
তবু যে বড় তোমাদের কাছে তোমাদের ভালোবাসায় মিশে যেতে
ইচ্ছে করে ; ইচ্ছে করে লুকোই তোমাদের হৃদয়ের গহীনে !
অচিরেই হয়তো মিশে যাব ওই মহাকালের কুহেলিকায় , হয়তো
হারিয়ে যাব ঘুর্ণিপাকের ওই তুচ্ছ ঘাসফড়িংটির মতই ; তবু
হারিয়ে যেতে যে বড় ভয় , ভয় তোমাদের হৃদয়ের বাঁধনের
পিছুটানকে পলকে ছিড়ে হারিয়ে যাবার ; তবু জানি ,
হারিয়ে যেতে হয় ! তোমাদের হৃদয়ের গহীনে লুকোতে
বড় ইচ্ছে হয় ! শেষ প্রদীপের আলোটিও নিভে গেলে , বন্ধু ,
তোমার ওই হৃদয়ের গহীনে আমায় এতটুকু দেবে ঠাঁই ?

© আহমেদ মাহির
১৭/১১/১০

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


10 Responses to আকুতি !

You must be logged in to post a comment Login