আমায় ধরিয়া তোল বিসখে
আমায় ধরিয়া তোল বিসখে, নিদ না আসে দু’চোখে
হারায়ে শ্যাম কালাচাঁন
ওরে মজে তাহার প্রেম ফাগুনে, হীয়া পুড়িল দহনে
বাঁচে না, বাঁচে না আর প্রাণ
ও বিসখে; হারায়ে শ্যাম কালাচাঁন।
আমি আনন্দে মেতেছিলাম, সোনার রঙ্গে দিনকাটালাম
যবে না ধরা দিল শ্যাম
ও’সে, বসিয়া কদম্বডালে, মুরলীর সুর-তালে
ডাকিল-ডাকিল রাধা নাম
ও বিসখে; হারায়ে শ্যাম কালাচাঁন।
মুরলীর এমন টানে, টানিল পথের পানে
যায় না রাখা হীয়া ধরে
ওরে ছুটে তাই আসিলাম, বিনয়ে প্রেম সাধিলাম
মন না জেনে মন দিলাম তারে
ও বিসখে; হারায়ে শ্যাম কালাচাঁন।
দীননাথ বলে তারে, প্রেমনাথ মনে করে
সঁপিলাম জীবন-যৌবন হীয়া
ওরে নিষ্ঠুর মন তাহার, ভুলিল প্রেম আমার
কাঁদি বসে ক্ষুধা-নিদ্রা ভুলিয়া
ও বিসখে; হারায়ে শ্যাম কালাচাঁন।
অবিবেচক ভাবে বসিয়া, কি বিরহে শ্যাম কাঁদাইয়া
গেল বিরহীনি রাই
ওরে অবিবেচক বিনয় করি, বলে শ্যামের পদধরি
কাঁদাইওনা, কাঁদাইওনা আর রাই
ও বিসখে; হারায়ে শ্যাম কালাচাঁন।
2 Responses to আমায় ধরিয়া তোল বিসখে
You must be logged in to post a comment Login