ও রুহু, দেখে যাও
ও রুহু, দেখে যাও
দেবীহীন এক পূজারির কষ্টের কারুকাজ
অশ্রুপ্লাবনে ভাসিতেছে;
নিদ্রাহীন রাতের ভাষা আজ শব্দহীনতায়
ঝরে যাওয়া পাতার ইতিহাস
অর্থাৎ পৃথিবীব্যাপী আর কোনো আর্ত নেই
যা অনুভূতির দ্বার খুলে ডেকে আনে আকুলতা
আর কোনো ভাষা নেই— নির্বাক নিশ্চল…
গন্ধবিধুর ধূপের মতো তবু জ্বলে যাওয়া
কোনো বিচ্ছেদের আবহে
রুহু গো,
নিষ্প্রাণ দেহের কোটরে মরা শামুকের শ্বাস
মঙ্গলদীপ দিয়াছে নিভায়ে;
দেখে যাও, কী সযত্নে অঙ্গে তুলেছি ভুজঙ্গবিষ—
বিষাদের বীভৎস জীবন রচেছি
তোমার ষোলকলাপূর্ণ কঙ্কালের পাশাখেলায়
বোধের জমিনে ঘনঘোর তিমিরের ঢল…
ও রুহু, প্রাণভরে দেখে
সার্থক হয়ে যাও
47 Responses to ও রুহু, দেখে যাও
You must be logged in to post a comment Login