Added on এপ্রিল 5, 2011
আহমেদ মাহির
দ্বিবিধ
নিয়তকালের বাঁধন হারায়ে নামে অশ্রুজল
সফেদ মেঘের আঁচল বেয়ে গড়ায়ে পড়ে যত্রতত্র ।
অপলক নির্দয় হৃদয়ে দেখে যাই ক্রন্দনধারা
আবার ছাপোসা মধ্যবিত্তের মতন মরচে ধরা হৃদয়
ভেসে যাবার ভয় ; মুখ গুঁজি ভাতের জ্বালে
কিংবা ঝুঁকে পড়ি ভোতা নিবের কলমে ।
নিত্যকার জীবন কিংবা লুকোচুরি নিজেতেই !
অশ্রুজল আর তার আড়ালে
শত ভীতি আর দুর্বলতার আত্মগোপন ।
©আহমেদ মাহির
০৪/০৪/১১
by আহমেদ মাহির
আমার সম্পর্কে তেমন কিছুই বলার নেই । আমি একজন সাদামাটা মানুষ । জীবনের পেরিয়ে আসা সব ক্ষেত্রেই সাদামাটা । সন্তান হিসেবে সাদামাটা ; মা - বাবাকে তেমন করে কখনোই খুশি করতে পারনি । পড়াশুনায় সাদামাটা । লেখালেখি আমার শখ ; সেক্ষেত্রেও আমি সাদামাটা মানের । বর্তমানে ' আমেরিকান আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় , বাংলাদেশ ' এ 'বিজ্ঞাপন' বিভাগে পড়ছি । আশা করা যায় সেখানেও আমি নিজেকে সাদামাটা বলে প্রমান করতে পারব । ...
14 Responses to দ্বিবিধ
You must be logged in to post a comment Login