Added on নভেম্বর 13, 2011
তৌহিদ উল্লাহ শাকিল
তৌহিদ উল্লাহ শাকিলের কবিতা
প্রকৃতি ও ভালোবাসা
//তৌহিদ উল্লাহ শাকিল//
সোনালী ধানের শীষ দেখে কৃষকের মনে যে আনন্দ
উল্লাস খেলা করে , তার চেয়ে তুমি কম কিসে ছিলে ।
রাতের আকাশে রুপালী চাঁদের আলোর ছড়াছড়ি দু’জনার
চারপাশ।দুর থেকে ভেসে আসা অচেনা পাখির ক্ষীণ কলতান,
নির্জন ভূমে রাখা হাতের উপর হাত আর অধরের মিষ্টি হাসি।
নীরবতার মাঝে ভালোবাসার সুধা করে পান , ধীরে ধীরে
কুয়াশার চাদরে চারদিক তখন ধূমায়িত ঝাপসা আলোয়।
হাসনাহেনার সুবাস ছড়ায় বেনী বাঁধা কেশে অপূর্ব মোহনিয়তায়
নদীর জল ঝলক করে কেপে উঠে মৃদু ঢেউয়ের দোলায়।
নিস্পাপ ভালোবাসায় মগ্ন দু’টি প্রান। তবু অনেক কথাই
না বলা থেকে যায় দু’জনার , দুজন তখন পাগল অন্ধ ভালোবাসায়।
by তৌহিদ উল্লাহ শাকিল
লেখালেখির আগ্রহ ছোট বেলা থেকে। কখন স্কুলের দেয়ালিকায়, কখন স্থানীয় পত্রিকায় (সাপ্তাহিক) এভাবে চলছিল । কিন্তু এখন ভাবি চেনা গন্ডির বাইরে কিছু করতে হবে । কিন্তু কতটুকু তা জানা নেই । তাই এলাম আপনাদের সাথে দেখি কি করা যায় । জন্ম সঠিক হিসাবে ৭ ই ডিসেম্বর ১৯৮১ কিন্তু সার্টিফিকেট অনুযায়ী ১লা জানুয়ারী ১৯৮৩ এই ভুলটা কেন জানি না। গ্রাম কুমিল্লা জেলার লাকসাম থানার অন্তর্গত কান্দিরপাড় গ্রামে। বংশ পরিচয় খন্দকার পরিবারে । বাবা মরহুম সৈয়দ আহমেদ বাচ্ছু। মা এবং এক ভাই নিয়ে ছোট সংসার। লেখা আমার নেশা আমি লিখি । কি লিখি জানিনা । তবে আপনাদের মতামত কে গুরুত্ব দেই অনেক ।
6 Responses to প্রকৃতি ও ভালোবাসা
You must be logged in to post a comment Login