বিবর্ণ পাতা থেকে :: ৬
স্বপ্নি ,
ভীষন কথা বলতে ইচ্ছে করছে তোমার সাথে । জানি না , কোথায় আছ , কেমন আছ । কেমন চলছে জীবন ? সব সাদামাটা প্রশ্ন , তাই না ? এভাবে তোমার কাছে খুব একটা জানতে চাওয়া হয় নি কখনো । তবু আজ খুব করে জানতে ইচ্ছে করছে ।
তোমাকে ছাড়া জীবনের পথ চলতে হচ্ছে খুব বেশি দিন না । অথচ দেখ , কী সুন্দর করে মানিয়ে নিয়েছি । আমরা খুব দ্রুত মানিয়ে নিতে পারি , তাই না ? কপট হাস্য-মুখর একটা চরিত্রে অভিনয়ে নিজেকে বেশ করে গুছিয়ে নিয়েছি । একটা পড়ুয়া ছাত্রের ভূমিকায় অভিনয় করছি । যে সবসময় হাসতে জানে , সব কথায় আনন্দ খুঁজে পেতে জানে , সবাইকে আনন্দে মাতিয়ে রাখতে জানে , … । যেমন ধর , আজ আমাদের বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ববিদ্যার গবেষনার বিষয় খুঁজতে হচ্ছিলো । আমাদের এ বিষয়ের শিক্ষক বুদ্ধদেব বিশ্বাস স্যার । উঁনি সব সাদামাটা বিষয় নিষিদ্ধ করে দিয়েছেন । তাই আমার দলের সবাই ছুটির পরে , গবেষনার বিষয় খুঁজছিলাম । কি কথায় যেন গার্লফ্রেন্ড-বয়ফ্রেন্ড বিষয়টি চলে এলো । আমাদের চলতি সমাজের নিয়মই এটা । ঠিক চলতি সমাজের থেকে বলা ভালো, এই ধারার বিশ্ববিদ্যালয়ের নিয়ম । আমাকে কেউ একজন , মুখর হবে হয়তো, জিজ্ঞাসা করলো, ” তোর গার্লফ্রেন্ড নেই ? ” আমি খুব করে হাসতে হাসতে বললাম , ” বিয়ে হয়ে গিয়েছে । …।” খুব করে গুছিয়ে নিয়েছি , তাই না ? এভাবেই বোধহয় গুছিয়ে নিতে হয় জীবনের সবটা ।
তারপরও পারিনি । এই সমাজটা ঠিক আমার ধারার না । আমি অভিনয় করতে করতে ক্লান্ত , স্বপ্নি । ভীষন ক্লান্ত । আমি ছেড়ে যেতে পারছি না । বহু পিছুটান ! একরাশ পিছুটান ! আমি ছেড়ে যেতে পারি না এসব , স্বপ্নি । বড় স্বার্থপর যে আমি ! নিজেকে শত প্রচেষ্টায়ও বদলে ফেলতে পারিনি । আজও তোমার সেই মাহিরই রয়ে গিয়েছি । সেই খামখেয়ালী , ইচ্ছে ভরে বেয়ারা জীবন , বড় আত্মমগ্ন … । এখনও সেই পাগলের মত দিন-রাত তোমার সাথে কথা বলি । এখনও প্রতিরাতে তোমার দু’চোখের পাতায় ঘুম নামবে বলে জেগে থাকি । এখনও দিনের শেষ প্রহরে তোমার জন্যে প্রার্থনা করি । এখনও তোমার জন্যে বন্দনা রচনা করে চলি এলোমেলো হাতে । এখনও তোমায় … ।
তুমি কি ভাবছ , আমি মন্দ আছি ? একদমই না । আমি ভীষন ভালো আছি । প্রতিটি মুহুর্তে তোমায় সাথে করে বেঁচে আছি । হুম , কখনো কখনো কেমন এলোমেলো হয়ে যাই ; ও তো আমি বরাবরই । তুমি ভালো থেকো । একদম ঠিকঠাক গুছিয়ে নিয়ো নিজেকে । প্রতীজ্ঞা করছি , আমি ভালো থাকবো । আমৃত্যু তোমায় সাথে করে তোমার অপেক্ষায় থাকবো । বড় ভালোবাসি তোমায় ! ভীষন রকমে ভালোবাসি !
তোমার
মাহির ।
15 Responses to বিবর্ণ পাতা থেকে :: ৬
You must be logged in to post a comment Login