বেঁচে আছি তোমাতেই!
এখনও তোমাতেই বেঁচে আছি
দুরত্ব পরিমাপক নেই কোনো,
নেই লোনা জলের ঝরনাধারা;
মাটির সোদা গন্ধে চোখ বুজে এলে
সে অন্ধকারও তো অন্য কেউ নয়
সূর্যাস্তের শেষ আলোটুকু যখন
ধুকপুকের অনুভুতি জাগায় পুনঃ,
দীর্ঘশ্বাসের গলা চেপে ভাবি,
এখনও তো তোমাতেই বেঁচে আছি ।
বেঁচে আছি এখনও তোমাতেই
নিয়মগুলোকে চুর্ণ করে দেবার শান্তনা নেই,
নেই আর প্রবোধের গাঢ় বাণী
এমনকি চোখের তারায় জ্বলজ্বলে ভাষাও
হারিয়ে গেছে সোডিয়াম আলোর ধারায়;
তবু তো নক্ষত্ররা কথা বলে প্রাচীন স্বরে ।
ওদের কথপোকথনে চোখ বুলিয়ে ভাবি,
এখনও বেঁচে আছি তোমাতেই!
২৪/০৪/২০১২
You must be logged in to post a comment Login