লিখতে বসেছি

তোমাকে নিয়ে লিখবো বলেই লিখতে বসেছি
কারো কাছে ব্যস্ততায় ভরা, কারোবা কাছে আলসে হয়ে পড়ে থাকা।
নিজের কাছে এলোমেলো, অথচ চিন্তায় পরিপাটি হয়েই আছি বসে
গত বছরের এ সময়ে গরম ছিলো- খরা ছিলো,
এক রাত্তিরে তোমার কাছ থেকে “কেমন আছো তুমি?”-
শুনতে চাইবার ব্যাকুলতা ছিলো।
আজ এই পড়ন্ত বিকালে পরের শহর দাপড়িয়ে বেড়িয়ে ভাবি
এ বছরে এ শহরে মশা আছে,
বর্ষাকালে মাত্রাতিরিক্ত বৃষ্টি আছে;
এডমন্টনের এ শহরে ইদানিং কাকও মিলে!
শুধু তোমার দেখা মিলে না।
আজকাল তোমায় পাওয়া যায়না ব্যস্ত সিলেট শহরেও।
তপ্ত আকাশের পানে চেয়ে পরকীয়ারত রাজীবদাও কি আজ খুজে
তোমাকে- আমার মতন করে?
হয়ত পার্থক্য আছে আমাদের খুজবার মাঝে।
তুমি কি হারিয়ে গেলে?
অনেক সময় পরে লিখতে বসেছি
শুধু তোমাকে নিয়ে-
ঘৃণা ভরা হৃদয় মিশিয়ে কিছু লিখবো ভেবেই
আমি লিখতে বসেছি।
9 Responses to লিখতে বসেছি
You must be logged in to post a comment Login