আহমেদ মাহির

আজ বছর পঁচিশ পরে

Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

পঁচিশ বছর ধরে বদলে ফেলেছি নিজেকে
আপন স্বত্তা থেকে তোমার চাওয়াতে ।
বেলা অবধি অলস গড়াগড়ি বিছানাতে ;
ছেড়েছি ! তাও ছেড়েছি । মহবুত বাহুর
প্রচন্ড শ্রমিক আজ রোদ-সহনিয়া এ দেহ !
বলেছিলে , “ভালবাসতে অর্থ লাগে ; ভালবাসাকে
আগলে রাখতে লাগে তার প্রাচুর্য !”
আজ বছর পঁচিশ পরে , অর্থ আমার দ্বারে
নিরর্থক লুটোপুটি খায় চুপিসারে ।
হৃদয়ের আবেগে আপ্লুত পংক্তিমালা ছিল
তোমার ভ্রুঁ-সন্ধির সূক্ষ ভাঁজে বলা , “আদিক্ষেতা !”
ছিড়েছি ! তাও ছিড়েছি । পংক্তির মালার
প্রতিটি মুক্তোকে হারিয়ে যেতে দিয়েছি
বিবর্ন ধুসর ডায়রীর অতীতের পাতায় !

পঁচিশ বছর ধরে বদলে ফেলেছি নিজেকে
আপন স্বত্তা থেকে তোমার চাওয়াতে ।

আজ বছর পঁচিশ পরে ,
প্রতি সোনালী সুর্যের সকালে তুমি ,
তোমার চালতা ফুলের সুবাস মাখা
দীঘলচুলের বিষুবরেখায় লাল গালিচা বিছিয়ে , কারো তরে
ধ্যানমগ্ন হয়ে মঙ্গলগীত গাও দখিনের ঠাকুরঘরে !

©আহমেদ মাহির
০২/০৬/১০

### স্বপ্নিতা – তোমায় দিলাম …

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


3 Responses to আজ বছর পঁচিশ পরে

You must be logged in to post a comment Login