সকাল রয়

একুশের গল্পঃ রক্তে আকাঁ বর্ণমালায় মিশে যাচ্ছি ক্রমশই…..

Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

০১.

কারফিউ চলছে ? সমস্যা নেই ! তবুও আজ মিছিলে যাবো।
আমার হাত থেকে ফেস্টুনটা কেড়ে নিয়েই রাজপথে নামলো। আমি কি যাবো ? ক্লাস আছে যে!!
মিছিলটা এই দিকেই আসছে !! বাকী নেই কেউ ছেলে বুড়ো সব আছে। জনতার ঢল নেমেছে।
আমি তাকে নিষেধ করলাম। শুনলনা জোর কদমে হেটে গিয়ে মিশে গেলো মিছিলে।

০২.

শালার বাঙ্গাল !!
পেছন থেকে বলে উঠলো এক পাকিস্থানী বুড়ো। জোব্বা পড়া। দাঁতওলা । দোক্তায় মুখ ভর্তি। হাসছে।
ইচ্ছে করছে টুটি চেপে ধরি।
এহনি সব কয়ডা গুলি খাইবো,যাইবি তুই সোয়ানা ছেমরি গুলি খাইবি। তাজা রক্তে গুলি খাইলে যন্ত্রণা বাড়ে।

মিছিলটা আরে বড় হচ্ছে অজগড়ের মতো।
ভীড়ের ভেতর বাচ্চা টোকাই, বেড়িয়ে এসে বলছে জয় বাংলা !!
গর্জে উঠা আওয়াজ রাষ্ট্রভাষা বাংলা চাই! বুড়োটা হেসে বলে বললেই হলো !! শালার টুটি চেপে ধরবো।
খুলে নেব জিহ্বা।

০৩.

প্রথম পরিচয় এই কলেজেই। নিশীথ সায়েন্স আমি আর্টস।
দু’পথের দুজন কিন্তু মতের মিল আছে। নিশীথ-নিশি কলেজ জুড়ে এক জুটি। কোন এক সন্ধ্যায়…….
– নিশি গায়ে সাদা এপ্রোন জড়িয়েও আমি মনে হয় ভালবাসতে জানি।
– তাই তো দেখছি।
– ভালবাসার দাম দাও?
– কতো দেবো
কথা আর পঙতিমালা জুড়ে গেছে সকাল বিকাল। ভালো লাগাটা আংটি করে হাতে পরেছি;যেন ছুটে না যায়। নিশি আমায় ভালবেসো পাশ করলেই ঘরে তুলবো।

০৪. হেসে কুটিকুটি হই সত্যি!! হাত ধরে আছে নিশীথ।
– জানো তোমার মনটা আমার হৃদয়ের ক্যালেন্ডার; আকিঁ -১,২,৩ দিন ,মাস,বছর।
রাত নয় সবে সন্ধ্যা। তখনও শুকতারা জাগেনি। আমাদের অঙ্গিকার দু’জন থাকবো। ভাষার একটা হিল্লে হলে আরও জমে যাবে।
হারাবো না পথ। উর্দু বলে সুখ নেই আছে সুখ বাংলায়। আমরাই বা কম কি সে বাঙ্গালী তো ?

০৫.

আমি ছুটে চলেছি মা হারার মতো। থমকে গিয়ে হোচট খেয়েছি। রক্তাক্ত শব চারদিকে।
বারুদের গন্ধ চারপাশে;ধোয়াটে পথ। টেনে হিছরে নিয়ে যাচ্ছে সব। কাল সকালে মিছিল হবে আবার।
আমার নিশীথ কোথায়। আমি চেতনা হারাবো যদি দেখি রক্তাক্ত। আমার ভালবাসা কি ভাষা খুজতে গিয়ে হারালো।
রক্তজমাট বাধা নিশীথ লাশ হয়ে গেছে।

আমার মুঠো ভর্তি শুধু রক্ত আর রক্ত। আমি কি বর্নমালা লিখবো অ -আ- ই। আমি সব হারিয়েছি, পেয়েছি বর্ণমালা এ ভাষা বাংলা।
আমার চারপাশ শূণ্য হাহাকার। আমি রক্তে আকাঁ বর্ণমালায় মিশে যাচ্ছি ক্রমশই……………

-সমাপ্ত-

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


4 Responses to একুশের গল্পঃ রক্তে আকাঁ বর্ণমালায় মিশে যাচ্ছি ক্রমশই…..

You must be logged in to post a comment Login