মামুন ম. আজিজ

এক জীবনের এক মালাতে গাঁথা

Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

এক জীবনের এক মালাতে গাঁথা
মামুন ম. আজিজ

পুরনো দিন ফিরে আসে না তাই নতুন দিন গড়তে হয়।
পুরনো স্মৃতি ডোবে না তাই নতুন সাগরে ভাসতে হয়।
পুরনো বাতাসে গতি বেশি তাই অনেক দ্রুত ছুটতে হয়।

সম্মুখ  অভিযাত্রীর নামই মানুষ যদি মেনে নেই তবে
কবে কোথাও কোন মানুষের  পেছনে গজায়নি চোখ
তবুও তো পেছনের ঘনঘটা স্মৃতির মেঘে আঁধার ঘনায়
আর কানায় কানায় ভরে ওঠে দৃষ্টির মাঠ ঘাট সে মেঘের
হীম শীতল ক্ষুরধার স্মৃতিধারায় যা দেয় বর্তমানে যন্ত্রনা।

পেছনের দিকে পায়ের গতি নেই বলেই মানুষ, সেও জানি
তবুও সেই অতীতের পিছু টান ভুমি ধেঁয়ে লতিকার মত
পেঁচিয়ে ধরে পদযুগলের গতির টান, তারপর বলবিভাজন
আয়োজন করে মাংসপেশীর কষ্টগুলো পৌঁছে দিতে চেতনায়।

নতুন দিন গড়তে গিয়ে কখনও সময়ের বুকে ভবিষ্যতের
ইট, সিমেন্ট, নুড়ি-বালি মিলে ভিত গাড়ার পায়তারা যখন
তখন ঐ অতীতের দিনগুলো হতে গজানো ভূমিতে লুকানো
শিকড়ের মত সরু সরু অমর ইতিহাস টেনে ধরে নব সমতল।
সমতলে ভিত্তির মানচিত্র  জ্যামিতিক না হয়ে তাই এলোমেলো
ঠিক যেন সমর রক্তে আঁকাবাকাঁ হয়ে গড়ে ওঠা দেশগুলো সব।

পুরনো স্মৃতি সাগরের তল হতে উপরে উঠে ভেসে ওঠে,
ঠিক যেন ভূমি হতে আসমান তার বিচরণ, তাই আচরণ
বদলানোর নব নব সুর তুলে প্রত্যাশী নাবিক নতুন সমুুদ্রে
ভবিষ্যত জীবন নামের জাহাজ ভাসাতে চায়, অথচ হায়
কোন সমুদ্র কি আছে যা পুরো অবিচ্ছিন্ন হয়? নেই বলেই
অতীত – বর্তমান – ভবিষ্যত এক জলের সূতোয় গাঁথা।
এ যেন কষ্টের সেই সে রূপ যে রূপে কষ্টগুলো কখনও
অবিচ্ছিন্ন থাকে না বরং এক জীবনের এক মালাতে গাঁথা
কষ্টগুলো সবই যেন নানান রঙের অমর শুকনো ফুল।

২২/৫/২০১১

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


13 Responses to এক জীবনের এক মালাতে গাঁথা

You must be logged in to post a comment Login