শৈবাল

কবিতা : প্রবাহ-প্রবণ

Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

আমার ভিতর প্রতিজন আমি
কখনো খুঁজি না

আমার শূন্যতা একজন তুই
নিখোঁজ সংবাদ ,

সোডিয়াম ঘ্রাণে পাণ্ডু চন্দ্রানন
দেখি ;শুল্ক চাস্‌

আদিম পুরুষ কতোটাবা দিতে পারবো জানি না

কালের আধুলি যা জমিয়েছি তাও তো অচল

গড়িয়ে গড়িয়ে বৃত্তের আধুলি এখন বিন্দুতে

মূল্যহীন বিন্দু থেকে উঠে আসি আর ডুবে যাই ,

তোর শুষ্ক ঠোঁটে তিল ছুঁয়ে বলি ;মকুফ করসি

আর কিছু দিন আবার তো চলে যাবে এ খড়িস

আমিও ওপাশে শীত কুয়াশার শুদ্ধ সিত হবো ,

দিগন্তে চলছি চিঠিতে বেওয়ারিশ সীল মেরে দিস্‌ ।

চলতে চলতে গড়াতে গড়াতে বৃত্ত থেকে বিন্দু …

জাতিস্মর গল্প শুনাবো মণ্ডপে শতাব্দীর উত্‍সবে ,

শাপগ্রস্ত ক্ষত শানাই শাশ্বত নিবাত নিরবে

শুরু থেকে শেষ আঁতুড় গড়িয়ে শ্মশান অবধি

নাড়িকাটা থেকে মরার মুখাগ্নি পরম প্রবাহ

পুনর্জন্ম যতো পরম্পরা সব জানি সব বলি ,

যতটুকো দেখি তাতে চোখ পুড়ে ,জুড়ে ছাই হয়

নিজের শেষটা দেখবো বলেই দুচোখ বুজেছি

রক্তের দাগেই সব দেখি স্পষ্ট প্রবাহ-প্রবণ !

[ আমার শব্দ-শূন্য দিনের প্রশ্রয় , জানালার পাশে পাহাড়ের হরতকি গাছের এক পেঁচাকে … শুভ বিদায় , তোর নীল প্রজাপতি আমার কাছেই থাক শুল্ক একজীবন এক আধুলি , ভালো থাকিস্‌ ]

… প্রাবহ-প্রবণ / শৈবাল কায়েস
২১শে মাঘ ১৪১৭

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


17 Responses to কবিতা : প্রবাহ-প্রবণ

You must be logged in to post a comment Login