রিপন কুমার দে

কানাডায় শরৎ ও কিছু ছবি

কানাডায় শরৎ ও কিছু ছবি
Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

শীত শীত করছে। জানালা দিয়ে হু হু করে প্রবল বাতাস আসছে। রাতে কখন যে জানালা খুলেই ঘুমিয়ে পড়েছিলাম মনে করতে পারছি না। বৃষ্টির পানিতে বিছানা ভেজা। বিছানা থেকে উঠে জানালাটা বন্ধ করলাম। আজ বেশ বেলা করেই ঘুম থেকে উঠলাম। উইকএন্ডে-এ করার কিছু থাকে না বলেই একটু আয়েস করে উঠা। ফ্রেস হয়ে মেইল চেক করার উদ্দেশ্যে ল্যাপটপ নিয়ে বসলাম। সাফায়েতের মেইল।

সে লিখল-
“আজ শনিবার, ছবি তুলার দিন, চলেন বিকেলে বেড়িয়ে পড়ি।”

তখন মনে পড়ল, তাকে একবার বলেছিলাম একটা পার্কে যাব কানাডার শরৎ উদযাপন করতে।

রিপ্লাই দিলাম, “হ্যাঁ, যাওয়া যায়, তবে আকাশের অবস্থা তো ভাল না। ওয়েদার ফোরকাস্টে-এ দেখলাম, আজ প্রচন্ড ওয়াইনডি, তাছাড়া বৃষ্টিও হতে পারে। তবে, তা সত্ত্বেও আমরা যাব, একটা শর্তে, বৃষ্টি আসলে আমরা বৃষ্টিতে ভীজব।”

এ শর্ত নিয়েই আমরা বেরিয়ে পড়লাম স্প্রিংব্যাংক পার্কে এর উদ্দেশ্যে। বৃষ্টি না হলেও, তীব্র বাতাস ছিল সেখানে, সেই সাথে হাড়কাপাঁনো ঠান্ডাও। সেখানে কিছু ছবি তুলেছিলাম, যেগুলি আপনাদের সাথে শেয়ার করতে খুব ইচ্ছে করছে। জানি আমার ছবি তোলা ভাল হয়নি। কিন্তু প্রকৃতির ক্ষমতা এতই প্রবল যে, নিজেকে মেলে ধরার ক্ষেত্রে দক্ষ/অদক্ষ ফটোগ্রাফারের অপূর্ণতায় তার কিছু যায় আসে না, যায় আসবেও না। প্রকৃতি ঠিকই তার প্রাচুর্য প্রকাশ করে নেবে, তার স্বকীয় নিজস্বতায়।

ছবিগুলো ভাল লাগলে জানাবেন। আর খারাপ লাগলে অধমকে ঝাড়া গালি দিতেও ভুলিয়েন না।

ছড়ানো ম্যাপল পাতা
ছড়ানো ম্যাপল পাতা

ম্যাপল গাছ
বর্ণিল ম্যাপল গাছ

Lovely dog
Lovely dog

কানাডার বনার্ড্য শরৎ-১
কানাডার বনার্ড্য শরৎ-১

কানাডার বনার্ড্য শরৎ-২
কানাডার বনার্ড্য শরৎ-২

টেমস লেক, স্প্রিংব্যাংক পার্ক, অন্টারিও, কানাডা
টেমস লেক, স্প্রিংব্যাংক পার্ক, অন্টারিও, কানাডা

ম্যাপল গাছের গুঁড়ি
ম্যাপল গাছের গুঁড়ি

কানাডার বনার্ড্য শরৎ-৩
কানাডার বনার্ড্য শরৎ-৩

ছড়ানো বর্ণিল ম্যাপল পাতা
ছড়ানো বর্ণিল ম্যাপল পাতা

কানাডার বনার্ড্য শরৎ-৪
কানাডার বনার্ড্য শরৎ-৪

রিপন
১ নভেম্বর, ২০০৯

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


4 Responses to কানাডায় শরৎ ও কিছু ছবি

You must be logged in to post a comment Login