মুহাম্মদ সাঈদ আরমান

ঘুমপাড়ানি ছড়া

Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

খোকন শুইয়ে সোনার খাটে
বাজাও ঘুমের বাজনা।
পাখ-পাখালি কোথায় গেলি!

দাও ঘুমের খাজনা ।

পায়রা এসে নাচন ধরে,
গাইছে বাকবাকুম…
ঘুমপরীরা ছুটে এসো,
নিয়ে রাজার ঘুম ।

দোয়েল নাচে লেজ উঁচিয়ে
ঠোঁটে বাজায় বাঁশী।
টুন্ টুন্ করে টুনটুনি গায়,
‘আয়রে ঘুমের মাসি’।

পেয়ারা গাছে ঘুঘু বসে,
ঘুঘু.. ঘু সুরে গায়,
পরী আনে ঘুমের ঘোড়া,
ঐ যে দেখা যায়।

ঘুমের ঘোড়ায় চড়ে খোকন,
রাজকুমারের বেশে।
ডানা মেলে উড়ছে ঘোড়া,
ছুটছে পরীর দেশে।

৬/০৫/২০১১

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


5 Responses to ঘুমপাড়ানি ছড়া

You must be logged in to post a comment Login