আফসার নিজাম

দাড়ি হত্যাকারী

Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

দাড়ি হত্যাকারী
বন্ধুবর কবি আহমদ বাসিরের দাড়ি হত্যার প্রতিবাদে

তোমার ফোন আমাকে উদ্বিগ্ন করেছে-
শুনলাম এই মাত্র তুমি
লালন করা দাড়িগুলোকে হত্যা করেছো
হত্যা করেছো- বিদেশী ব্লেডের নিষ্ঠুরতায়।

আহ! কি কষ্ট নিয়েই না
চলে গেলো তারা
ফিলিস্তিনীদের মতো উদ্বাস্তু হয়ে
নিজেদের জমি থেকে।

হে নিষ্ঠুর দাড়ি হত্যাকারী
তুমি কি জানো ?
যার একটুকরো জমি নেই
সে কতোটা অসহায়
তুমি কি জানো ?
ও ঐঅঠঊ ঘঙ খঅঘউ মানে
কতো ফোঁটা অশ্র“জল।

কিন্তু হায়!
একটি বারও আগ্রাসী ব্লেডের ধারালো ‘সীমার’
বুঝেনি রিফুজি দাড়িদের- বাস্তুহারা এলিজি।

http://afsarnizam.wordpress.com/

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


6 Responses to দাড়ি হত্যাকারী

You must be logged in to post a comment Login