ফাগুন

পরিষ্কারকর্মী আবশ্যক

Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

প্রতিবছর ১২ কিংবা ১৩ ডিসেম্বর পত্রিকার শেষপাতায়
একটা ছবি দেখা যায়-
একদল পরিষ্কারকর্মী প্রাণপণে পরিষ্কার করে চলেছে
রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধ-
পরিষ্কার তো করতেই হবে- চকচকে, তকতকে;
দু’দিন বাদেই তো নেতা-নেত্রীর ঢল নামবে,
পুষ্পাঞ্জলির বন্যা বয়ে যাবে,
শ্রদ্ধা আর সম্মানের বহরে হয়তো লজ্জাই পাবে
শত শহীদের আত্মা!
এভাবে প্রতি বিশেষ বিশেষ দিনে
জাতীয় স্মৃতিসৌধ, শহীদ মিনার হয়ে ওঠে
জাতীয় শ্রদ্ধা-প্রদর্শণকেন্দ্র!

সারা বছরের ধুলোময়লার আস্তরণ,
শেওলা আর ছত্রাকের গুষ্ঠি উদ্ধার হয়
স্মৃতিসৌধের বুক থেকে সহজে, কিন্তু
বুকের মধ্যে দুর্গন্ধভরা নষ্টামির স্তুপ নিয়ে
যে শ্রদ্ধা-প্রদর্শনকারী(!) রাজনীতিবিদগণ ঘুরে বেড়ায়,
তাদের মধ্যকার ভণ্ডামি আর কলুষতার নর্দমা
পরিষ্কার করবে কে? কীভাবে?
পরিষ্কারকর্মী আবশ্যক!

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


One Response to পরিষ্কারকর্মী আবশ্যক

You must be logged in to post a comment Login