শৈবাল

কবিতা : প্রায়শ্চিত্ত

Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

কোচোয়ান কুয়াশায় গোধূলি সীবন
সিঁধে,আগ্রাসী আঁধারে বিঁধে লোকালয়
চন্দ্রিমা শীতল সুখ কোতোয়ালী চোখে ,
টহলের নৌকোগুলো কুঁড়ে আলো জ্বেলে
ঘুম পাড়ানী গান শোনায় সৈকতের কানে ,
জলের চূড়ায় জ্বলে জলবিম্ব শুক্তি
বালুর বাসরে শীত , দুটো নুলো নুড়ি
জড়িয়ে গড়িয়ে চলে ভেঙে জলছাপ
জল ছিল ছল ছিল ছিল কটি কাম

ভোরে জেলে নৌকোগুলো নোনা জল কেটে
নিয়ে আসে; সূর্যটারে সৈন্ধব সাঁতরে ,
বৈঠা থেকে খসে পড়ে গতকাল রাত –
রুপো রঙ মাছ হয়ে ডুব দেয় জলে ,
দূরে পাড়ে ভেসে ওঠে যুবতীর লাশ
অথবা একটুকরো উচ্ছিষ্ট আকাশ ,
তারপর ! লাশ কেটে ময়নাতদন্ত
জলের চূড়ায় জ্বলে নকশীকাটা নুড়ি ,
জল ছিল ছল ছিল ছিল কটি কাম ,
নোনতা অভিসারের প্রেয় প্রায়শ্চিত্ত !

… প্রায়শ্চিত্ত /শৈবাল কায়েস
১৭অগ্রহায়ণ ১৪১৭

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


18 Responses to কবিতা : প্রায়শ্চিত্ত

You must be logged in to post a comment Login