ফকির ইলিয়াস

ফকির ইলিয়াস এর একগুচ্ছ সমকালীন কবিতা

Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

 

635145781870207576-true-colors

ফকির ইলিয়াস এর একগুচ্ছ সমকালীন কবিতা
আরও কিছু বৃক্ষ
আরও কিছু বৃক্ষ নতজানু হয়ে দেখুক- তাদের শিকড়েই পোতা আছে
শহীদ মুক্তিযোদ্ধার খুলি । আরও কিছু চাঁদ অবনত হয়ে নেমে আসুক
মাটিতে। এবং দেখুক তার চাইতে কোনো অংশেই কম উজ্জ্বল নয়,
বীরাঙ্গনা প্রিয়ভাষিনীর হাসি। আরও দেখুক এই প্রতিবেশী নদী-
যার বক্ষে একদিন ভেসেছিল লাখো শিশু- তরুণ- বৃদ্ধ মানুষের লাশ।
আরও কিছু পাতা ঢেকে দিক আমাদের জাতীয় কলংক। যে আমরা,
এতোদিন আলবদরের বিচার করতে পারিনি- যে আমরা ভোট দিয়ে
ক্ষমতায় বসিয়েছিলাম চিহ্নিত রাজাকার- আর তাদের গাড়ীতেই
উড়িয়ে দিয়েছিলাম লাল সবুজের গর্বিত পতাকা, সেই আমাদেরই
কলংক মোচনে এগিয়ে আসুক আরও একটি সর্বগ্রাসী বন্যা- মহামারি।
আরও কিছু পলিমাটি আমাদের পাঁজর স্পর্শ করুক। আরও কিছু কলম
শির উঁচু করে লিখুক- এই দেশ রাজাকারের তালুক নয়,
এই দেশ মুক্তিযোদ্ধার
এইদেশ মুক্তিযোদ্ধার
এ ই দে শ মুক্তিযোদ্ধার ॥
বৃষ্টির বিলবোর্ড
মধ্যরাতে চাঁদবৃষ্টি হবে, সবগুলো জোনাকী সারিবদ্ধভাবে নিভিয়ে দেবে
লাইটভাল্ব
আর বৃদ্ধ কৃষক লাঙল-জোয়াল ফেলে আকাশ থেকে তুলে আনবে বৃষ্টির ফুলকি-
এমন ঘোষণা লিখে আমিও সাজাবো বিলবোর্ড- লিখে দেবো এ শহরে
ডিজিটাল পদ্ধতিতে ঋতুবদল হয়। শ্রাবণে গান গায় ভিনদেশি কোকিল।
একটি তালা ঝুলিয়ে আমিও চাবি তুলে দেবো মেঘনার গর্জনের কাছে।
নদীই খুলুক তালা। যে বন্দীদশায় কাতরাচ্ছে আমার স্বদেশ, তার গায়ে
কেউ জড়িয়ে দেবে উলের চাদর- এমন বিজ্ঞাপণ দিয়ে আমিও দখল
করে নেবো রাতের রাজধানী। কেউ জানবে না- এখানে এর আগে
কার স্মৃতিচিহ্ন ছিল।
একটি বন্যার কাছে আমিও লিখবো প্রেমচিঠি।
তুমি এসো ঝড়,
তুমি এসো বৃষ্টি,
তোমার বিজলীর আলোয় ভাসুক মানুষ। বজ্রপাত হোক,
দুর্বৃত্তেরা পালিয়ে যাক – এমন কথামালায়
আমিও সাজাবো বিলবোর্ড
না, এখানে আমি আজ কারও নাম লিখে যাবো না।
634782069625083743-rest-in-peace
বিশ্বস্থ বন্ধুদের প্রতি
এখন রপ্ত করতে চাই কীভাবে পালাতে হয়, কীভাবে দীর্ঘ করা যায়
বিভিন্ন ছুটিদিবস- কীভাবে অন্য কোনো গ্রহে পৌঁছে নেয়া যায়
মুক্ত নিঃশ্বাস। জানি সেদিন হয়তো থাকবে না আর এই শ্বাসকষ্ট,
এই পোড়ামাটিচিহ্ন লেগে থাকবে না আমার হাতে, অথবা যে ছবিগুলো
একদিন ছিঁড়ে ফেলেছিলাম, সেগুলোও জোড়া লাগাবার প্রয়োজন
পড়বে না আর।
এবার শিখে নিতে চাই নাম-নিশানা মুছে ফেলার কৌশল, কেউ
জানবে না এই নগরের ভোটার তালিকায় আমারও নাম ছিল,
একদিন কলমও ছিল আমার বিশ্বস্থ বন্ধু আর কাগজে
যে কাটাকুটিগুলো আমার পাঁজর ছিল- মূলত এরাই ছিল আমার কবিতা।
আমি পালিয়ে যেতে চাই,
মানুষ আমাকে পরাজিত পথিক বলুক
তারপরও,
যেতে চাই এই নগর থেকে অন্য কোথাও
যেখানে কেউ আমাকে আর চিনবে না
কেউ জানবে না পূর্বজনমে আমি আদৌ মানুষ ছিলাম কী না !
ঘাটসূত্র
আমার টাইমলাইনের পাতা উন্মূক্ত রাখি। তুমিও কিছু লিখো,
লিখো সেইসব মানুষের নাম- যারা বিচ্ছেদী গান গেয়ে এই
নদীতে কেটেছে সাঁতার – এই ঘাটে দেখেছে প্রিয়তমা নারীর
মুখ। এই নক্ষত্রনয়নে, জুড়ে দিয়েছে নিজেদের চোখ, আর বলেছে
দীর্ঘজীবি হোক ঘাটপ্রেম, ঘাটের ঘটনা।
জীবন ঘটনাবহুল জৈবচিত্র আঁকে। আমরা যারা সেই অংকিত
আঁচড় হয়ে বেঁচে থাকি, তারাই জানি আঘাতের পাশে যে পুষ্প
ফোটে থাকে মূলতঃ সেই পাপড়িগুলো সবসময়ই থাকে ভাষাহীন-বাকরুদ্ধ ।
635167407409512907-wave
যে চাঁদ গীটার বাজাতে জানে
এখানে একটি নদী ছিল। সেই নদীর তীরে বসে কাঁদতো একটি চাঁদ। চাঁদটি
ভিটেহীন ছিল একশ দশক।
গল্পটা এভাবেই শুরু হয়। আমরা জেনে যাই গৃহহীন প্রতিপত্তিবানদের অতীত
ইতিহাস। তারপর হাঁটি। হেঁটে যাই ঘাট পর্যন্ত। যে ঘাটে একদিন ভিড়তো
ভাঙা নৌকো। নৌকোর তলানি থেকে পানি সেচে এই এই নদীতেই ফেলে
দিতো প্রাজ্ঞ মাঝি। আমরা মাঝির হাতের কারুকাজ দেখতাম। আর দেখতাম
শেষরাতেও নদীপাড়ে থামে না মানুষের কোলাহল। নদী পারাপার।
এখানে একটি ঝড় ছিল। সেই ঝড় এখন হারিয়ে গিয়েছে অন্য কোনো দেশে।
তাই এদেশের মানুষ ভুলে গেছে কীভাবে ঝড়ের সাথে পাল্লা দিয়ে সাজাতে
হয় জীবন। অথবা ঝড়ের মতোই মাঝে মাঝে কীভাবে সবকিছু তছনছ করে
দিতে হয়। যে ভাবে হায়েনা শত্রুশিবির এই মানুষেরাই ভেঙে দিয়েছিল একাত্তরে।
নির্বাসিত ঝড় আর ভিটেহীন চাঁদ এখন একটি দ্বীপে অবরুদ্ধ জীবন কাটায়।
ঝড়- দুঃখ সহ্য করতে পারলেও, চাঁদ তা পারে না।
আমরা সেই কান্নার ধ্বনি প্রতিরাতে শুনি চাঁদের গীটারে।
এই মধ্যরাত, এই মৃতশামুকের দাগ
কঠিন পাথরের হাসি দেখে আমি আবার তাকাই। মধ্যরাত ঝুলে আছে বিবর্ণ দেয়ালে।
এই দেয়ালে একটা ছবি ছিল গৃহমালিকের। তিনি দেশত্যাগ করেছেন অনেক আগে।আর
রেখে গেছেন যে ধুলোচিহ্ন, এখন তারও অবশেষ খুঁজে পাওয়া যায় না আর।
মধ্যরাতের মাঝখানে মাঝে মাঝে যে নক্ষত্র দেখি, তার গায়ে লেগে আছে একটি
মৃতশামুকের দাগ। ভেতরে মুক্তো খুঁজে যারা এই শামুকটিকে হত্যা করেছিল,
তাদের হস্তছাপ দেখে জেনে যাই এই পথ দিয়ে এগিয়েছে অনেক দুর্বৃত্ত সময়।
আমাদের অবিশ্বাস আমাদেরকে দেউলিয়া করে তোলে। সঞ্চয়ে আর কিছু অবশিষ্ট
নেই দেখে বিশ্বস্থ সড়ককেও পর ভেবে ফাড়ি পথে অতিক্রম করি কাল। এবং
হতবাক মানুষেরা চেয়ে দেখে – নরকসভ্যতা দখল করছে ভূগোলের ছবিগুলো।
635167642987403867-bannanna-boat
আমাকে দেখে যেভাবে কেঁদেছিল বৃষ্টির রাত
দর্শক হতে পারিনি আমি। তাই শ্রোতা হয়ে বসে পড়েছিলাম খোলা আকাশের নীচে।
আর নদীকে বলেছিলাম- তুমি বয়ে যাও, আমি স্থির থেকে যেতে চাই। নদী আমার
দিকে তাকিয়ে কেবল কেঁদেছিল। বলেছিল- তোমার দুইচোখ আমার হোক,কবি!
আমি নদীকে চোখ দুটি ধার দিতে চেয়েছিলাম। আমাকে দেখে এর আগে যেভাবে
কেঁদেছিল বৃষ্টির রাত, ঠিক সেভাবে সারারাত কেঁদেছিল এই বনবাদাড়। কিছু ঝড়
ডানায় বহন করে পাখিরা হয়েছিল নিরুদ্দেশ। কিছু ভালোবাসাহীন ছায়া আমাকে
অনুসরণ করে যেতে চেয়েছিল দ্বীপান্তরে। আর কিছু ভোর নিজেদের মৃত‌্যুদণ্ড চেয়েছিল।
আমি তখন সব পথ ভুলে গিয়ে অন্ধত্বের অধিবাস খুঁজেছিলাম। কারণ আমি জানতাম,
অন্ধ প্রাণের সকল পাপ খুব সহজেই বরণ করে নেয় আকাশ ও তার বুকের নক্ষত্রেরা।
হলুদ পাতার ধ্বনি
অক্টোবরের আলো বুকে দাঁড়িয়ে থাকে রোববারের দুপুর। মেঘাচ্ছন্ন মন
এর আগেও তোমাকে ভেবেছিল- আর বলেছিল, আবার কি দেখা হবে-ঋতু!
জানি অনেক পদছাপই আর খুঁজে দেখা হয় না। অনেক রোদ কেবলই
ঝরে পড়ে গাঁয়ের ওপারে। একটা প্রজাপতি গোটা বিকেলের গায়ে
তার আহ্লাদের ছবি ছড়াতে ছড়াতে আরামে ঘুমায়।
আমি বিনিদ্র রাত ভালোবাসি। ভালোবাসি আকাশের দিকে তাকিয়ে
পুনরায় দেখে নিতে তোমার বাহু। যে বাহু একদিন এই মৃত্তিকার মন
ছুঁয়ে কুড়িয়েছিল পাতা, হলুদ পাতার ধ্বনি।
আমার নগরে এখনও অক্টোবর এলেই পাতাপতন শুরু হয়। পাতার
বুক চিরে হেঁটে যায় অনেকগুলো পা।
আমি পায়ের দিকে তাকাই। দেখি আমার প্রিয় জীবনও খুব সন্তর্পণে
হেঁটে যাচ্ছে তোমার রেখে যাওয়া এ্যলবামের পাতা দেখে দেখে।

 

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


You must be logged in to post a comment Login