আফসার নিজাম

ফেসবুককাব্য

Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

ফেসবুককাব্য-১০৭

তুমি যদি ফুল হও আমি ফুলদানী
আমি যদি রাজা হই তুমি হও রাণী
আমাদের প্রেমফুল এভাবেই ফুটে
জোসনার আলো হয়ে নীলচাঁদ উঠে।

ফেসবুককাব্য-১০৮
চোখের সীমান জুড়ে যে অশ্রু খেলা করে
তার প্রতিটি দুঃখ কণা মেলে দেয় ডানা
আমি সেই চোখ ছুঁয়ে বলি ফিরে এসে ঘরে
তোমায় ভালোবাসি ওগো প্রিয় খন্জনা।

ফেসবুককাব্য-১০৯

ঘুর্ণয়মান সময় ফিরে আসে কবুতর ডানা মেলে
দারে এসে চিঠি দিয়ে বলে- তুমি আছো জেলে
একদিন মুক্তির স্বাদ নিতে ফিরে যাবে ঘরে
সময় শুধু রয়ে যাবে কোলাহল করে

সময়যে পার হয় ক্ষয়ে যায় আয়ু
জন্মদিনে মনে করে- আছে পরাম-বায়ু।

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


6 Responses to ফেসবুককাব্য

You must be logged in to post a comment Login