আহমেদ মাহির

বচসা !

Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

অলিতে-গলিতে বর্বর বচসায় মেতেছে সবে ,
অযথাই কোলাহল আর অর্থহীন উন্মাদনা
সেসব বর্বরতার পালে লাগায় পুঁতি-গন্ধময় হাওয়া ।
কবিদের হাতে কলম নেই , বড় অসহায় দৃষ্টি আজ তাদের ;
প্রেমিকের হাতের গোলাপ শুকিয়ে শীতের পাতার মতই ঝরে পড়ে ;
কৃষকের লাঙ্গলের ফলা চুরমার ; ভেঙ্গে যাওয়া
দেবী-প্রতিমার চোখে হতাশা আড়ালে রয় না আর ।
অলিতে-গলিতে বর্বর বচসা বয়ে চলে !
ফিসফিসিয়ে শেষ বসন্তের দখিনা হাওয়াও বলে গেল ,
নগরদ্বারের কোনে নাকি ভালোবাসা মরে পড়ে আছে !

©আহমেদ মাহির
০৫/১১/১০

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


13 Responses to বচসা !

You must be logged in to post a comment Login