তৌহিদ উল্লাহ শাকিল

বাবা তোমায় ভালবাসি

Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

হে মহান জন্মদাতা পিতা, হে মহান শ্রদ্ধেয় বাবা

তোমার পদতলে দিওমোরে ঠাই জনম জনম ধরে,

পৃথিবীর আলো দেখার দিয়েছ অধিকার বিধাতার কৃপায় মোরে।

 

তোমার সামনে দাঁড়াবার সাহস আমার কখনো হয়নি

শাসনের ভয়ে মুখ লুকাতাম মায়ের আঁচলে।

সংসারের বিশাল বোঝা টানতে গিয়ে তোমায়

হিমশিম খেতে দেখেছি বহুদিন,রাত,মাসের পর মাস।

 

হয়ত সে কারনে খিটমিটে মেজাজ ছিল অনেক চড়া

একাকী ভাবতাম আদর সোহাগ বুঝি তোমার নাই।

আমার কতই বা বয়স তখন,এসব কি বুঝতে পারি কিংবা বুঝা যায়

আমি ব্যাস্ত তখন পাড়ার ক্রিকেটের মাঠে আর দুষ্ট’দের আড্ডায়।

 

কিভাবে সংসার চালাও তার খোঁজ নেয়ার কি আমার দায়

মাঝে মাঝে তোমার বকুনি আর অগ্নি চক্ষুর চোখ রাঙ্গানি

ভাবতাম শুধু বাবা গুলো বুঝি এমনি হয়?

 

সেদিন পাড়ার ফুটবল মাঠে আকস্মিক ভাবে পা ভেঙ্গে যায়

প্লাস্টার জড়ানো পা নিয়ে বাড়ীর আঙ্গিনায় আমায় দেখে

কি অভিমান তোমার। উচ্চস্বরে করলে বহু গালাগাল।

আমি চুপ হয়ে শুনি আমায় নিয়ে তোমার সপ্ন ভঙ্গের আহাজারি।

 

সে রাতে ঘুমের মাঝে , কারো  চাপা কান্নায় জেগে দেখি

তোমার বিশাল হৃদয়ের ভালোবাসার দু’চোখের অশ্রু আমায় নিয়ে।

কোনদিন কাঁদতে দেখিনি বাবা তোমায় কভু, তাই

নিঃশব্দে চোখ বুঝে তোমার ভালোবাসা অনুভব

করি সেই রাতে।

 

ইচ্ছে করে স্পর্শ করি তোমার বাহু, জড়িয়ে ধরি তোমায়

বুকের মাঝে । কিন্তু পারিনি সেদিন আমি বহুদিনের

দেয়াল ভেঙ্গে বেরুতে। তোমার সে রাতের কান্না আমায় বলে

বাবা’রা কত ভালোবাসে তার প্রানপ্রিয় সন্তানকে।

 

আজ তুমি দূর দেশে ,যেখান থেকে আমায় দেখ

প্রতিদিন , আমি বুকে পাথর বেধে বেঁচে আছি

তুমি বিহিন, নিষ্ঠুর পৃথিবীতে একা এবং একা হয়ে।

তাই একাকী চিৎকার দিয়ে বলি বাবা তোমায় ভালোবাসি।

 

 

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


6 Responses to বাবা তোমায় ভালবাসি

You must be logged in to post a comment Login