মুহাম্মদ সাঈদ আরমান

বুলবুলির চিঠি

Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

দাদু আমার সালাম নিও।
কেমন আছো তুমি?
ইট-পাথরের বন্দীঘরে ,
আমি এবং ‘টুমি’।

সকাল-দুপুর পাঠশালাতে,
ঘুমে বিকেল কাটে।
মশার সাথে যুদ্ধ করে,
মন বসে না পাঠে ।

তোমার ভাষায় কইলে কথা,
বন্ধুরা সব হাসে!
তখন আমার দুচোখ কেবল,
অশ্রু জলে ভাসে।

মসজিদের ঐ নীল পুকুরে,
শাপলা কি আর ফোটে?
মিঞা বাড়ির ময়না-জবা,
তেমনি এসে জোটে?

মজিদ ভায়া গাভী নিয়ে,
মাঠে কি যায় রোজ?
রঙ্গিন ঘুড়ির  নাটাই ধরতে,
আমায় করে খোঁজ ?

খাবার সময় মিমিটা কি
বসে তোমার পাছে?
আমার সখের পুতুল গুলো,
আগের মতই আছে ?

দাদীর কবর সাজিয়ে দেবো,
কৃষ্ণচূড়ার ডালে,
কবর তুমি ঘিরে রেখো,
ভালোবাসার জালে।

চশমা-লাঠি লুকিয়ে তোমায়
রাগিয়েছি কতো !
ক্ষমা করে দিও আমায়,
দোষ করেছি যত।

তোমার গাঁয়ের ছবি আঁকার
পাই না খুঁজে তুলি
সবাইকে মোর সালাম দিও,
__তোমারই ‘বুলবুলি’ ।।

টুমি; বুলবুলির পোষা পাখি
মিমি; বুলবুলির দাদুর বিড়াল

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


8 Responses to বুলবুলির চিঠি

You must be logged in to post a comment Login