আহমেদ মাহির

মাঝরাতে ইদানিং !

Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

মাঝরাতে ইদানিং মাঝেমাঝেই আর্তনাদ করে ওঠে প্রাণ !
তপ্ত দুপুরের ওলি-গলি ছুঁয়ে বারেবারে আমাতে ধেয়ে আসা
নোংড়া সব বচসা , আশ্লীল চিৎকার আমার দ্বারে কড়া নাড়ে অবিরত ;
অশ্রুভেজা শাড়ির আচল স্পর্শ করা লোনা বাষ্পে চোখ ঝাপসা দেখে আজ ।
ভর দুপুরেও ওসব ওলি-গলিময় আঁধার আজ খেলা করে এথা হেথা !

মাঝরাতে ইদানিং মাঝেমাঝেই আর্তনাদ করে ওঠে প্রাণ !
আমি ঘুমোই ; হৃদয় হৃদয় কাটিয়ে দেয় নির্ঘুম অসহায় প্রহর ।

©আহমেদ মাহির
১৮/০৮/১০

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


5 Responses to মাঝরাতে ইদানিং !

You must be logged in to post a comment Login