আহমেদ মাহির

মাঝরাত্তিরের অনুকাব্য :: ৫

Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

১।।

হায় ! কোথায় আজ সে অহংকার ?
কোথায় সে প্রাণদীপ্ত পদচিহ্ন তোমার ?
নিমেষে নিঃশেষ ভালোবাসার উষ্ণ প্রশ্বাস ;
আজ কেবলই তুমি নর্দমার কোনের বেওয়ারিশ লাশ !

২।।

গনগনে সুর্যে সেজেছে দুপুর –
চৌরঙ্গির মোড়ে কাকেদের মেলা ;
অলস গড়াচ্ছে সময় –
বিষন্ন কাটুক আজ ছুটির দুপুরবেলা !

৩।।

ভ্রমররে , তুই আর আমার চোখে স্বপ্ন খুঁজিস না কোনোদিন ;
স্বপ্ন-ফুলেরা শুকিয়ে গেছে – হয়ে গেছে নিষ্প্রাণ – বেরঙিন !

৪।।

কেশে বাধা ছিল’ ছোট্ট বুনো ফুল ;
ছুড়ে ফেললে তা ?
হায় ! না জেনে করলে কী মস্ত ভুল ।

৫।।

আজ দীর্ঘশ্বাস , নিকোটিনের ধোঁইয়ার মতই উর্ধ্বগামী –
উড়ে যায় – দূরে যায় – বহু পথ পেরিয়ে যায়
প্রান্তর ছেড়ে প্রান্তরহীন কোনো প্রান্তরে !
বহু দীর্ঘকাল ধরে ওই দীর্ঘশ্বাসকে বেঁধে রেখেছিলাম ,
ভগ্ন হৃদয়ের সুকঠিন দেয়ালের পাঁজরে –
অভ্যন্তরে – অভ্যন্তরের অভ্যন্তরে !

৬।।

আমাদের বুকে আশা আছে
আমাদের চোখে আছে স্বপ্ন ;
আমরা আজও আস্তাকুড়ে
প্রাণ খুঁজে ফিরি বাঁচিয়ে রাখার তরে ।।

৭।।

নিয়ত প্রানের আঁধারে রাখিয়াছি যারে
প্রানের আলো বুনিয়াছি তাহারই তরে !

৮।।

একদিন ভুল করতে করতে ভুলের বিছানায় শয্যা নেব ,
ভুলের চাদরে মুড়ে নেব সারা শরীর – আপাদমস্তক ;
তবু বলব , তোমাতে -আমাতে ভালোবাসা ভুল ছিল না –
ভুল ছিল না সেই স্বপ্নমুখর দিনগুলি – হাজার স্বপ্নের পদচারনা !

©আহমেদ মাহির
২৯/০৭/১০

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


16 Responses to মাঝরাত্তিরের অনুকাব্য :: ৫

You must be logged in to post a comment Login