নাপাক ঈশ্বর

মুখোশ খুলার দিনটি ক্যালেন্ডারের যেকোন একটি তারিখ

Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

(সতীর্থ এবং ভেজাল বন্ধু কবি রাওয়ান সায়েমাকে)

দূর্বা অথবা অন্য কেউ ইচ্ছে করলেই আর ছুঁতে পারবে না আমাকে।
ক্যালেন্ডারের যেকোনো একটি তারিখে অনায়াসে ঢুকে যেতে পারি
জুন, জুলাই, আগস্ট অথবা ডিসেম্বর
ডিসম্বরে হলে ছাই রঙ নিয়ে ঢুকে যাবো
জুন-জুলাইয়ের কথা এখনো ভাবিনি
জুন-জুলাই তো বর্ষাকাল
মিনারেল ওয়াটারের বোতলে বৃষ্টি ভরে পাঙ্গাস মাছের চাষ করা যায়
অথবা ডুবরি সেজে হাঙ্গরের সাথে বসাবাস মন্দ নয়
শুনেছি হাঙ্গর বর্ণান্ধ, কেবল রক্তের ঘ্রাণে শিকার করে
পস্রাব করলে নাকি আর ঘ্রাণ পায় না
সেদিন পিচ্চিটা আমার কোলে পস্রাব করে দিলো
আধোআধো বুলি ফুঁটেছে তার মুখে
ইদানিং আমার কোলে আসতে চায় না
এতোটুকু বাচ্চা আমার চেহারায় কি যে পেল বুঝি না
আমার মুখোশটা কি খুব কুৎসিত?
বলতে ভুলে গিয়েছিলাম, আজকাল মুখোশ খুলে ফেলার চেষ্টা করছি
সেকারনেই ক্যালেন্ডারে সেঁধিয়ে যাবার আশঙ্কা তীব্র হচ্ছে
দূর্বার একাউন্ট ডিএক্টিভেট হয়ে আছে অনেকদিন
মাঝে মাঝে বন্ধ একাউন্টেই বার্তা পাঠাই
সেদিন লিখেছিলাম-“ যার উষ্ণ আঁচে ভালোবাসা বাঁচে/ সে হৃদয় ভাঙ্গে তা মানি না ”
প্রেম, সিগেরেট, কবিতা বড় বেশি এলোমেলো হয়ে যাচ্ছে আজকাল
একজন স্বঘোষিত পরবর্তীতে আরও কিছু স্বঘোষিত কবির দ্বারা স্বীকৃত একজন কবি
সিগেরেট নিয়ে কবিতা লিখেছেন; প্রথমবারের মত খয়ড়ি রঙের শুভেচ্ছা জানালাম তাকে
ছাইগুলোকে তিনি পানশালায় পাঠিয়েছেন, আর কিছুকে পাঠিয়েছেন পতিতালয়য়ে
স্বত্তার চমৎকার চিত্র ফুটিয়েছেন স্বঘোষিত কবি যিনি আমার বন্ধুও বটে
সিগেরেটের কথা বলতে বলতে মনে পড়ে গেলো ফায়ার বক্স শেষ হয়ে গেছে
আজ আর সিগেরেট খাওয়া হবে না।
সিগেরেট না হলে আবার কবিতা আসে না
আর ইদানিং উত্তরাধুনিক কবিতাকে নাকি প্রলাপের মত শুনায়
সেইসমস্ত আবালীয় কবিদের বলতে ইচ্ছে করছিলো
‘প্রলাপীয় জীবন ব্যবস্থায় কবিতার মানচিত্র ঝরঝরে কিভাবে হতে পারে বলুন তো’
অবশ্য উত্তরাধুনিক আমাকেও যে খুব একটা তৃপ্ত করেছে তা নয়
তবে সূচনা তো হলো, সূচনাতে বড়াম্বনা স্বাভাবিক
দেশলাই ফুরিয়ে গেছে আজ আর সিগেরেট খাওয়া হবে না
কবিতার টনিক হচ্ছে সিগেরেট
সবচেয়ে ভালো টনিক সোনালী তরল
দূর্বা একবার ভদকা খেতে চেয়েছিলো
ভদকার ঘ্রাণের মাদকতা কি সে জানে
ভদকার মাদকতা না হয় বাদই দিলাম
অনেকগুলো ভেজাল বন্ধু জুটেছে
ভেজাল একটি প্রেমিকাও জুটিয়ে ফেলেছি
ভেজাল প্রেমিকাটি ভোদকা খেতে চেয়েছে
ভেজাল প্রেমিকা জুটালেও ভেজাল প্রেমিক বোধহয় এখনো হতে পারিনি
দূর্বার একাউন্ট অনেকদিন যাবৎ বন্ধ
বন্ধ থাকুক সেই ভালো, শুধু শুধু মোহ বাড়িয়ে লাভ নেই
ক্রাইম করে করে মুখোশটা বদখৎ হয়ে গেছে
এবার মুখোশ খুলে ফেলবো
ক্যলেন্ডারের তারিখ হতে আর ভয় করি না

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


3 Responses to মুখোশ খুলার দিনটি ক্যালেন্ডারের যেকোন একটি তারিখ

You must be logged in to post a comment Login