শৈবাল

কবিতা : সংবেদন [tanka ]

Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

সংবেদন

… ১:
লাল আছে সবই

সালাম , শ্লোগান , পতাকা

সেই দেয়ালিকা

রঙ হারিয়েছে শুধু

দ্রোহের রক্ত-কণিকা ।।

…২ :
কবি হতে চান ?

তো ;কাঁটা-চামচ দিয়ে

বাসি বায়ু খান ,

তবে যদি খুনী হন

সেই চামচে রক্ত পান ।।

… ৩:
উড়তেও পারে

রাজার মাছের খামারের

চকচকে পোনা ,

আকাশেও ঘাই মারে

পাখিরা মারা পড়ে ।।

…৪:
ঘর দু`টি মাটির

মাঝে প্রাচীন প্রচীরটির

একমুখী দরজা ,

এক ঘরে দিবা-রাত্রি

অন্যটায় শুক্ল শয্যা ।।

[… tanka প্রাচীন জাপানী ছন্দ , পাঁচ পঙ্‌ক্তিতে একোত্‌ত্রিশ স্বরের মাত্রায় ভাবের প্রকাশ করা হয় ,সবচেয়ে বেশি প্রচলিত ৫-৭-৫-৭-৭ মাত্রা । একটু চেষ্টা করলাম … এখানে চারটি কবিতা দিয়েছি ,অনুগ্রহ করে ভুলগুলো মার্জনা করবেন , তার চেয়ে ভাল কেউ যদি শুধরে দেন … বিনীত ;শৈবাল । ]

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


18 Responses to কবিতা : সংবেদন [tanka ]

You must be logged in to post a comment Login