জুলিয়ান সিদ্দিকী

সুখ

Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

বিগত কালের খোঁড়ল নিবাসী

চামচিকা, প্যাঁচা আর অন্ধকারের

আরশোলা দেখ উল্লাসে নোংরা

করে আমাদের পূত-পবিত্র প্রার্থনা ঘর।

কথা ছিলো, হয়তো আশাও

এবার ফলাবে দ্বিগুণ ফসল

সোনালী উচ্ছ্বাসে সংসারে হবে সুখ

ভরে উঠবে শূন্য গোলা ।

রাত্রির নৈঃশব্দকে বিদীর্ণ করে

ছুটে আসে তাদের অশ্লীল শিৎকার;

দিনমান কর্মক্লান্ত কৃষাণ-কৃষাণী

রাত্রি জাগে বুকে ধরে স্বপ্নের শব।

বীজতলা ফেটে চৌচির চৈত্রের নিঠুর দহনে

মৌসুমী বীজের রক্ষিত আধার আজ

ইঁদুর আর পোকার বাসর

সুখ তাই সুদূরের মেঘমালা

১৮-৩-২০১১

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


9 Responses to সুখ

You must be logged in to post a comment Login