চারুমান্নান

চৈত্র সংক্রান্তির রাত

চৈত্র সংক্রান্তির রাত
Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

full_1128627264_1460540425বছর জুড়ে তাবর দাব দাহ
যত গ্লানি, প্রদাহ!
স্বপ্নের বেলুন উড়তে উড়তে
কতগুলো যে চুপসে গেছে?
তবও স্বপ্ন বেলুন উড়ে,
আশা জাগানিয়া ভরসার ছবি আঁকে।

রৌদ্র পোড়া ঝলমোলানো দিন শেষে
নামবে যখন সংক্রান্তির পূর্ভা রজনী
স্মৃতির আদলে ঠাসা,
যত সামান্য নন্দন বিরহ
যেন কবিতার কাঞ্চনজঙ্ঘা;
জোনাক আলোয় ভাসবে
ভুতুরে উঠানে কপোত কপোতির না পাওয়ার
বিলাসী ঠোঁট চুম্বনে,
মহারথী জোছনা ছড়াবে বিভাস।

এমনি যাতনা সব মর্ছ্বা যাবে নীলিমার নীলে
নতুন আশা, আর ভালোবাসায় বেঁধে বুক
চন্দনার ডানায় সওয়ার হয়ে ঘুরব না হয়!
মোদের সবুজ সোনার দেশ।

==১৪২২/৩০, চৈত্র/বসন্তকাল।

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


You must be logged in to post a comment Login