বনলতা সেন-জীবনানন্দ দাশ
হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি; বিম্বিসার অশোকের ধুসর জগতে সেখানে ছিলাম আমি; আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে; আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তীর কারুকার্য; […]
কবিতা: বিরহ বসন্ত
মনের মাঝে কিসের বেদনা জাগে সেই বেদনার রোদন যেন বসন্ত বাতায়নে।। হৃদয়বনে কখন তুমি এলে বাজলো বাঁশি-হাসলো আকাশ লাগলো দোলা বনে।। অনেক দিনের অনেক শূন্যতা শেষে তুমি এলে অবশেষে। সকল ব্যথার হলো যে অবসান হৃদয়নন্দনবনে বাজলো কিসের তান। অঙ্গে অঙ্গে কি বাঁশি বাজে বিরহ-বেদন গেলো যে ঘুচে উদাসী হাওয়া চঞ্চল আজ কিসের শিহরনে।।