যদি ফিরে আসি
যদি ব্যর্থ হয়ে ফিরে আসি শ্রান্ত শরীর নিয়ে পা টেনে টেনে যদি ক্ষুধায় জ্বলে উদর তুমিও কী ফিরায়ে নেবে মুখ? হে প্রিয় বনভূমি! তুমিও কী দেবে না দুটি ফল ভিক্ষে? যদি সব হারিয়ে ফিরে আসি তোমার কাছে যদি চোখের জলে ভেসে যায় সুখ যদি তৃষ্ণায় ফাটে বুক তুমিও কী ফিরায়ে নেবে হাত? হে প্রিয় স্রোতস্বিনী! […]
আবার যদি দেখা হয়
অনেক বছর পরে তোমার সাথে দেখা হয় যদি, ফুলে ফুলে সুরভি ছড়ানো বসন্তের কোন বাগানে, ঢেউ খেলানো বাতাসের মৌ মৌ সুগন্ধে, ফুলে ফুলে মধু নিংড়ানো কোন ভ্রমরের ভন্ ভন্ পাখায়? আবারো যদি দেখা হয় তোমার আমার? পাখির কলকাকুলি যদি হারিয়ে যায় আমাদের কথার ফুলঝুরিতে? যদি আবারো জোয়ার আসে নদীতে নদীতে, ভাসিয়ে নিয়ে যায় দুই কূল? […]