ছড়াকার ফারুক হোসেনের সাক্ষাৎকার
শিশুসাহিত্য মার্জিত ও পরিচ্ছন্ন সাহিত্য ছোট্ট একটি মনের জন্য যে মন কেঁদে ওঠে, আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে, নেচে ওঠে বৃষ্টির মতো সেই মানুষটি একজন শিশু মানুষ। শিশু মনের মানুষ। ছোটদের মনকে ভালোবেসে কখনোই বড় হয়ে ওঠেনি, কুটিল হয়ে ওঠেনি, জটিল হয়ে ওঠেনি। রয়ে গেছেন ছোট বুলবুলিটির মতো, রয়ে গেছেন কুঁড়ির মতো, রয়ে গেছেন শরতের ছোট্ট […]